গঙ্গায় ভাসা মৃতদেহের ছবি নাইজেরিয়ার বলে দাবি কঙ্গনার, যোগী রাজ্যের নাম বদলে ফেললেন নেটিজেনরা

"যোগীজি শহরের নাম বদল করতে ভালবাসেন কিন্তু মাস্টারস্ট্রোক দিয়েছেন কঙ্গনা। তিনি উত্তর প্রদেশের নামই বদলে দিয়েছেন। নাইজেরিয়ায় (ভারত) আপনাকে স্বাগত।''

গঙ্গায় ভাসা মৃতদেহের ছবি নাইজেরিয়ার বলে দাবি কঙ্গনার, যোগী রাজ্যের নাম বদলে ফেললেন নেটিজেনরা
কঙ্গনা
Follow Us:
| Updated on: May 17, 2021 | 11:39 AM

দেশ: বিহার ও উত্তরপ্রদেশে গঙ্গায় ভেসে আসা শবদেহ নিয়ে বিস্ফোরক দাবি করলেন অভিনেতা কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। সোশ্যাল মিডিয়ায় কঙ্গনার দাবি, গঙ্গা নদীতে যে দেহ ভেসে যাওয়ার ছবি ভাইরাল হয়েছে তা আসলে নাইজেরিয়া (Nigeria)-র ছবি। কিছু মানুষ দেশের নাম খারাপ করার জন্য ভুল তথ্য পরিবেশন করছে বলে দাবি অভিনেতার। এদিকে কঙ্গনার এই মন্তব্যে নেটদুনিয়া ভরে উঠেছে ট্রোল আর মিমে।

করোনা (Corona) আবহে ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে বিহার ও উত্তরপ্রদেশে গঙ্গা ও তাঁর তীরবর্তী এলাকায়। দেখা গিয়েছে বেশ কিছু লাশ ভাসছে গঙ্গায়। যা ঘুম উড়িয়েছে সরকার ও প্রশাসনের। যদিও কীভাবে এই মৃত্যু হয়েছে, তার সঠিক তথ্য এখনও মেলেনি। তবে, মৃতদেহ ভাসার ছবিতে একাধিক রিপোর্টে মনে করা হচ্ছে এগুলি করোনায় মৃতের দেহ। বেশ কিছু ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন বলিউড অভিনেতা কঙ্গনা রানাওয়াত। তাঁর দাবি, এই ছবিগুলি ভুয়ো। এ নিয়ে তিনি সরাসরি আঙুল তুলেছেন কংগ্রেসের দিকে। জানিয়েছেন, এই ছবি ও ভিডিয়ো ফুটেজ নাইজেরিয়ার। তারপর থেকে একাধিক মিম ছড়িয়েছে কঙ্গনাকে নিয়ে।

কোনও নেটিজেন লিখেছেন, যোগীজি শহরের নাম বদল করতে ভালবাসেন কিন্তু মাস্টারস্ট্রোক দিয়েছেন কঙ্গনা। তিনি উত্তর প্রদেশের নামই বদলে দিয়েছেন। নাইজেরিয়ায় (ভারত) আপনাকে স্বাগত।

একজন টুইটার ইজজারের কটাক্ষ, মুম্বই পাকিস্তানে, উত্তর প্রদেশ নাইজেরিয়ায় এবং কঙ্গনা থাকেন আগ্রা মানসিক হাসপাতালে।

প্রসঙ্গত, টুইটার থেকে কঙ্গনাকে ব্যান করার পর এখন ইনস্টাগ্রামে সদা সক্রিয় তিনি। নিজে কোভিড আক্রান্ত হওয়ার পর করোনাকে ‘স্মল টাইম ফ্লু’ লিখে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন অভিনেতা।

আরও পড়ুন: যে কোনও সময়েই গঙ্গায় ভাসতে দেখা যেতে পারে করোনা রোগীর লাশ! তৈরি ‘অ্যাকশন প্ল্যান’ 

যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হলে সেই পোস্ট সরিয়ে নেন তিনি। তার পর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তৃতীয় বার ক্ষমতায় আসা নিয়ে মন্তব্য করে সাড়া ফেলে দেন। কঙ্গনার নামে এফআইআর-ও দায়ের হয়। এবার নতুন বিতর্ক সৃষ্টি করলেন বলিউড অভিনেতা।