Hijab order: ‘পোশাক পরা ও খাওয়ার অভ্যাস ব্যক্তিগত পছন্দ’, হিজাব পরা নিয়ে বড় ঘোষণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর
Karnataka Government: কর্নাটকের বাসবরাজ বোম্মাইয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। যা নিয়ে বিতর্ক-প্রতিবাদও হয়েছিল। আদালতেও উঠেছিল বিষয়টি। এর মধ্যে নির্বাচনী প্রচারে কংগ্রেস প্রতিশ্রুতি দেয়, তারা ক্ষমতায় এলে বিজেপি সরকারের হিজাব পরার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে।
বেঙ্গালুরু: নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিল। ক্ষমতায় আসার পর অবশেষে সেই প্রতিশ্রুতি পূরণ করল কর্নাটকের কংগ্রেস সরকার। শুক্রবার কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঘোষণা করলেন, হিজাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে এই বিষয়ে তাঁর সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে বলেও জানান তিনি।
এদিন মহীশূরে এক অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, “পোশাক পরা এবং খাওয়ার অভ্যাস ব্যক্তিগত পছন্দ। সুতরাং আমি কেন বাধা দেব? এটা জনগণের উপরই ছেড়ে দিলাম। আমরা এটা (হিজাব নিষেধাজ্ঞা) ফিরিয়ে নেব, এখন হিজাব (নিষেধাজ্ঞা) নেই। আপনি এখন হিজাব পরতে পারেন এবং কোথাও যেতেও পারেন।”
প্রসঙ্গত, কর্নাটকের বাসবরাজ বোম্মাইয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। যা নিয়ে বিতর্ক-প্রতিবাদও হয়েছিল। আদালতেও উঠেছিল বিষয়টি। এর মধ্যে নির্বাচনী প্রচারে কংগ্রেস প্রতিশ্রুতি দেয়, তারা ক্ষমতায় এলে বিজেপি সরকারের হিজাব পরার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। এদিন সেই প্রতিশ্রুতি পূরণ করার কথা জানালেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।