NEET Result 2023: ৬০১ নম্বর পেয়ে নিট পরীক্ষায় সফল কাশ্মীরের দিনমজুর তরুণ
Kashmiri teen: ছোট থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। বাধা হয়ে দাঁড়িয়েছিল পরিবারের অর্থনৈতিক অবস্থা। কিন্তু, লক্ষ্য স্থির থাকলে যে কোনও কিছুই বাধা হতে পারে না, তারই প্রমাণ দিলেন উমর আহমেদ।
পহেলগাঁও: ঘরে ‘নুন আনতে পান্তা ফুরোয়’ অবস্থা। কিন্তু, দু-চোখে রয়েছে বড় ডাক্তার হওয়ার স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণের আশায় দু-বছর ধরে দিনমজুরের (Labour) কাজ করেই পড়াশোনা চালিয়েছেন উমর আহমেদ গানাই। কাশ্মীরের (Kashmir) পুলওয়ামা জেলার ১৯ বছরের তরুণ উমর আহমেদ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনমজুরের কাজ করেন এবং রাত জেগে পড়াশোনা করতেন। তাঁর সেই পরিশ্রম বিফলে যায়নি। এবারে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা (NEET) পরীক্ষায় ৬০১ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন উমর আহমেদ।
যদিও যখন NEET পরীক্ষার ফল প্রকাশিত হয়, তখন পাশের গ্রামে দিনমজুরের কাজ করছিলেন উমর আহমেদ। ৬০০ টাকা রোজে রঙের মিস্ত্রি হিসাবে কাজ করেন উমর। নিট-এর রেজাল্ট প্রকাশের সময়ও তিনি সেই কাজে ব্যস্ত ছিলেন। ফলে কী রেজাল্ট হয়েছে, সেটা প্রথমে তিনি জানতেও পারেননি। তবে গ্রামে আসতেই ফুল-মালা-মিষ্টি দিয়ে উমরকে অভ্যর্থনা জানান গ্রামবাসী। দিনমজুরের কাজ করে তাঁদের গ্রামের ছেলে যে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় (NEET) অসাধারণ ফল করেছেন।
ছোট থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। বাধা হয়ে দাঁড়িয়েছিল পরিবারের অর্থনৈতিক অবস্থা। কিন্তু, লক্ষ্য স্থির থাকলে যে কোনও কিছুই বাধা হতে পারে না, তারই প্রমাণ দিলেন উমর আহমেদ। তাঁর কথায়, “আমি খুব কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি। দু-বছর ধরে আমি সকালে দিনমজুরের কাজ করেছি এবং সন্ধ্যার পর পড়াশোনা করেছি। আমার সেই কঠোর পরিশ্রম আজ সফল হল।” তাই সকলের প্রতি উমরের বার্তা, “কঠোর পরিশ্রম কর। সেটা কখনও বিফলে যাবে না।”
পুলওয়ামার উমরের পাশাপাশি কুলগ্রাম জেলাতেও আনন্দের বন্যা নেমেছে। সেখানে ইমাম সঈদ সাইয়ার দুই মেয়ে, সঈদ তাবিয়া এবং সঈদ বিসমা একসঙ্গে নিট পরীক্ষায় সফল হয়েছেন। তাঁদের প্রাপ্ত নম্বর ৬২৫ ও ৫৭০। এত ভাল ফল হবে বলে আশা করেননি সঈদ তাবিয়া। আবার রেজাল্ট বেরোনোর মুহূর্তে প্রচণ্ড নার্ভাস হয়ে পড়েছিলেন সঈদ বিসমা। তবে দু-বোনেই সফল হওয়ায় ভীষণ খুশি তাঁরা। দুজনেই ভাল মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাবেন বলে আশাবাদী তাঁরা।