Kerala Blast Update: খসে পড়ছে মাংস, শরীরের ৯৫ শতাংশই পোড়া, কেরলে বিস্ফোরণে মৃত্যু ১২ বছরের কিশোরীর

Police Investigation: রবিবার দুপুরে কেরলের এর্নাকুলামে একটি কনভেনশন সেন্টারে প্রার্থনাসভা চলাকালীন বিস্ফোরণ হয়। সেই সময় কনভেনশন সেন্টারের ভিতরে উপস্থিত ছিলেন প্রায় ২ হাজার জন। প্রার্থনা শুরু হওয়ার প্রায় আধ ঘণ্টা বাদে প্রথম বিস্ফোরণটি হয়।

Kerala Blast Update: খসে পড়ছে মাংস, শরীরের ৯৫ শতাংশই পোড়া, কেরলে বিস্ফোরণে মৃত্যু ১২ বছরের কিশোরীর
বিস্ফোরণের পরের মুহূর্ত।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2023 | 8:03 AM

তিরুবনন্তপুরম: কেরলে প্রার্থনাসভায় সিরিয়াল বিস্ফোরণে (Kerala Blast) বাড়ল মৃতের সংখ্যা। রবিবার মধ্য় রাতে মৃত্যু হল ১২ বছরের এক কিশোরীর। ওই কিশোরীর শরীরের প্রায় ৯৫ শতাংশই পুড়ে গিয়েছিল বলে জানা গিয়েছে। এদিকে, পরপর বিস্ফোরণের ঘটনার পর রাজ্য়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)। আজ তিনি সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন। ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

রবিবার দুপুরে কেরলের এর্নাকুলামে একটি কনভেনশন সেন্টারে প্রার্থনাসভা চলাকালীন বিস্ফোরণ হয়। সেই সময় কনভেনশন সেন্টারের ভিতরে উপস্থিত ছিলেন প্রায় ২ হাজার জন। প্রার্থনা শুরু হওয়ার প্রায় আধ ঘণ্টা বাদে প্রথম বিস্ফোরণটি হয়। এর কয়েক সেকেন্ডের মধ্যেই ফের আরেকটি জোরাল বিস্ফোরণ হয়। মোট দুটি না তিনটি বিস্ফোরণ হয়েছিল-তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, টিফিন বক্সের ভিতরে কম শক্তিশালী বিস্ফোরক রাখা ছিল। পুলিশের অনুমান, আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে।

বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই এক মহিলার মৃত্যু হয়েছিল। পরে আরও এক ব্যক্তির মৃত্যু হয়। এ দিন হাসপাতালে আরও এক কিশোরীর মৃত্যুর খবর মিলল। জানা গিয়েছে, কলমেশ্বরি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিল ১২ বছরের ওই কিশোরী। তাঁর শরীরের ৯৫ শতাংশই পুড়ে গিয়েছিল। চিকিৎসকেরা তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রেখছিলেন। কিন্তু রবিবার রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। রাত ১২টা ৪০ নাগাদ ওই কিশোরীর মৃত্যু হয়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণে কমপক্ষে ৩৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জনের অবস্থা সঙ্কটজনক।