VIDEO: কোটি টাকার ল্যাম্বরগিনি দিয়ে ধাক্কা শ্রমিকদের, শান্ত গলায় চালকের প্রশ্ন, ‘কেউ মরে গিয়েছে কি?’
Accident: রবিবার বিকেলে আচমকাই একটি লাল রঙের ল্যাম্বরগিনি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। সেই সময় ফুটপাথে বসেছিলেন দুইজন শ্রমিক। তারা সামনেই নির্মীয়মাণ বিল্ডিংয়ে কাজ করছিলেন। গাড়ির ধাক্কায় তাঁরা গুরুতর আহত হন।

নয়ডা: পথচারীদের কি জীবনের দাম নেই? বিদেশি গাড়ির দুর্ঘটনা এবং চালকের প্রতিক্রিয়া দেখে সেই প্রশ্নই উঠছে আরও একবার। নির্মীয়মাণ বিল্ডিংয়ের সামনে ফুটপাথে বসে থাকা দুই শ্রমিককে ধাক্কা মারল বিদেশি গাড়ি ল্যাম্বরগিনি। দুর্ঘটনার পর গাড়ি থেকে বেরিয়ে চালকের প্রশ্ন, “কেউ মরে গিয়েছে কি?”
ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ৯৪-এ। রবিবার বিকেলে আচমকাই একটি লাল রঙের ল্যাম্বরগিনি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। সেই সময় ফুটপাথে বসেছিলেন দুইজন শ্রমিক। তারা সামনেই নির্মীয়মাণ বিল্ডিংয়ে কাজ করছিলেন। গাড়ির ধাক্কায় তাঁরা গুরুতর আহত হন। এরপর গাড়িটি একটি গাছে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়। কার্যত ফুটপাথের উপরেই উঠে গিয়েছিল গাড়িটি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, দুর্ঘটনার পরের মুহূর্তেই কয়েকজন শ্রমিক দৌড়ে আসেন। তাদের মাথায় সেফটি হেলমেট ও পরনে কমলা জ্য়াকেট। দরজা খুলে এক ব্য়ক্তি গাড়ির চালককে বলেন, “বেশি স্টান্ট শিখে গিয়েছো নাকি? জানো এখানে কতজন মারা গিয়েছে?”
After crushing two labourers with his speeding lamborghini, driver calmly asks ‘Did someone die here?’
Looks like he’s the type to have an essay written & ready already. 🙏 pic.twitter.com/9orwzcgJwi
— Cow Momma (@Cow__Momma) March 30, 2025
এর উত্তরেই নির্লিপ্ত গলায় চালক বলে, “কেউ কি মরে গিয়েছে এখানে?”। এরপরই পুলিশ ডাকা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত শ্রমিকদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তারা বিপদ্মুক্ত। অন্যদিকে গাড়ি ও গাড়ির চালককে আটক করা হয়েছে। ল্যাম্বরগিনিটি পুদুচেরিতে রেজিস্টার করা।





