PAN-Aadhaar link: প্যান-আধার লিঙ্ক করাননি এখনও? আপনার জন্য স্বস্তির খবর
PAN-Aadhaar link: ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। ফের একবার সেই সময়সীমা বাড়ানো হল।
নয়া দিল্লি: করোনা আবহের কথা মাথায় রেখে ফের একবার বাড়ানো হল প্যান (PAN Card) ও আধার কার্ড (Aadhaar Card) সংযুক্ত করার সময়সীমা। শুক্রবার নতুন ডেডলাইন ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্যান ও আধার কার্ডের সংযুক্তিকরণ সম্পন্ন করতে হবে বলে নির্দেশ দিয়েছিল কেন্দ্র। এবার সেই সময়সীমা বাড়ানো হল। আগামী বছর অর্থাৎ ২০২২-এর ৩১মার্চের মধ্যে প্যান ও আধার কার্ড সংযুক্ত করতে হবে। অর্থাৎ আরও ৬ মাস বাড়ানো হল সময়সীমা। এই সময়সীমা বাড়ানো না হলে আয়করের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই করোনা পরিস্থিতিতে (Covid Pandamic) সেই সমস্যা থেকে মুক্তি দিতেই এই সিদ্ধান্ত নিল কেন্দ্র।
In view of the difficulties being faced by the taxpayers, the Central Govt has extended certain timelines. CBDT Notification No. 113 of 2021 in S.O. 3814(E) dated 17th September, 2021 issued which is available on https://t.co/qX8AZ4HCvf. pic.twitter.com/D3pIf64CoU
— Income Tax India (@IncomeTaxIndia) September 17, 2021
এই নিয়ে চলতি বছরে চতুর্থবার প্যান ও আধার কার্ড সংযুক্তিকরণে সময়সীমা বাড়ানো হল। এর আগে জুলাই মাসেও সংযুক্তিকরণে সময়সীমা বাড়িয়ে করা হয় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্যই জুলাই মাসে সময়সীমা বাড়ানো হয়েছিল।
কী ভাবে সংযুক্ত করা যায় প্যান ও আধার কার্ড?
প্যান কার্ড ও আধার কার্ড সংযুক্ত করার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। এসএমএসের মাধ্যমে এই প্রক্রিয়া সম্ভব। আপনাকে ৫৬৭৬৭৮ কিংবা ৫৬১৬১ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এসএমএসে লিখতে হবে UIDPAN<স্পেস>১২ সংখ্যার আধার নম্বর<স্পেস>১০ সংখ্যার প্যান নম্বর। যদি আপনার আধার নম্বর 111122223333 ও আপনার প্যান নম্বর AAAPA9999Q হয় তাহলে আপনাকে এসএমএসে লিখতে হবে UIDPAN 111122223333 AAAPA9999Q।
আরও পড়ুন: COVID Vaccination: প্রতি সেকেন্ডে ৮০০ টিকা! চিনকে হারিয়ে কীভাবে টিকাকরণে বিশ্বরেকর্ড গড়ল ভারত?
কী ভাবে বুঝবেন প্যান ও আধার কার্ড সংযুক্ত হয়েছে কি না?
আধার কার্ড ও প্যান কার্ডের লিঙ্ক হয়েছে কি না, তা যাচাই করতে হলে www.incometaxindiaefiling.gov.in-এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে লিঙ্ক আধার অপশন আসবে। এরপর লিঙ্ক আধার অপশনে ক্লিক করলে একটি নতুন পেজ খুলবে। সেখানে ক্লিক হেয়ার অপশন আসবে। সেই অপশনে ক্লিক করলে আধার কার্ড ও প্যান কার্ডের নম্বর দেওয়ার অপশন আসবে। দুটি নম্বর দিলেই বোঝা যাবে আধার ও প্যান কার্ডের মধ্যে লিঙ্ক আছে কি না!
নির্ধারিত সময়ের মধ্যে প্যান ও আধার কার্ড সংযুক্ত না হলে কী হতে পারে?
কেন্দ্রীয় সরকার যে ডেডলাইন দিয়েছে, তার মধ্যে যদি আধার ও প্যান কার্ড লিঙ্ক না হয়, তাহলে বড়সড় জরিমানার মুখে পড়তে হতে পারে যে কোনও ব্যক্তিকে। যদি তার মধ্যে সংযুক্ত করা সম্ভব না হয়, তাহলে আয়কর আইনের ২৭২বি ধারায় ১০,০০০ টাকা জরিমানা করা হতে পারে। তাই তা এড়াতে সংযুক্ত করা জরুরি।
আরও পড়ুন: Taliban: এটাই অধিকার! ‘মহিলা বিষয়ক মন্ত্রক’ বলে আর কিছু থাকল না আফগানিস্তানে