LPG price cut: সাধারণের স্বস্তি, গেরস্থালির গ্য়াসের সিলিন্ডারের দাম কমল এক ধাক্কায় ২০০ টাকা
LPG price cut: মঙ্গলবার (২৯ অগস্ট), ১৪.২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ইন্ডিয়ান অয়েল, এইচপিসিএল এবং বিপিসিএল-কে ভর্তুকি দেওয়ার সিদ্দান্ত নিল মন্ত্রিসভা।
নয়া দিল্লি: সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি। কমতে চলেছে রান্নার গ্যাসের দাম। মঙ্গলবার (২৯ অগস্ট), সকল গ্রাহকদের জন্য ১৪.২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরাও এই ভর্তুকির সুবিধা পাবেন। ইন্ডিয়ান অয়েল, এইচপিসিএল এবং বিপিসিএল-কে ভর্তুকি দেবে সরকার। ফলে, গ্রাহকদের জন্যও দাম কমবে এলপিজি সিলিন্ডারের। বর্তমানে, কলকাতায় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১১২৯ টাকা। এর পাশাপাশি, দিল্লিতে ১১০৩ টাকা, মুম্বইয়ে ১১০২.৫০ টাকা এবং চেন্নাইয়ে ১১১৮.৫০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডার। সরকারি ভর্তুকি যুক্ত হওয়ার পর, প্রতিটি সিলিন্ডারের দাম ১০০০ টাকার নীচে নেমে এল। ফলে, চড়া মূল্যবৃদ্ধির বাজারে অনেকটাই স্বস্তি ফিরবে সাধারণ মানুষের পকেটে।
এর আগে জুলাই মাসে শেষবার এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছিল জ্বালানি সংস্থাগুলি। সিলিন্ডার প্রতি ৫০ টাকা করে দাম বাড়ানো হয়েছিল। তার আগে গত মে মাসেও দুইবার দাম বেড়েছিল এলপিজি সিলিন্ডারের। তার আগে, মার্চ মাসে কেন্দ্রের অর্থনৈতিক বিষয়ক কমিটি, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য, ১৪.২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দামে ২০০ টাকা ভর্তুকির অনুমোদন দেওয়া হয়েছিল। ছরে ১২টি সিলিন্ডার এই ভর্তুকি দেওয়া দামে পান উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা। সেই ভর্তুকির সঙ্গেই, নতুন ২০০ টাকা ছাড়ের সুবিধাও পাবেন উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা।
চলতি বছরের শেষেই রাজস্থান, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, তেলঙ্গানা এবং মিজোরামে বিধানসভা নির্বাচন। তারপর, পরের বছরের শুরুতেই আছে লোকসভা নির্বাচন। তার আগে মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমে বাড়ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ইউপিএ সরকারের সময় ভর্তুকি দেওয়া গ্যাসের সিলিন্ডারের দাম ৪০০ টাকার আশপাশে ছিল। সেই সময়, বিজেপি নেতারা গ্যাস সিলিন্ডার নিয়ে প্রতিবাদ মিছিল করতেন। আজ বিজেপির আমলে সেই একই সিলিন্ডারের দাম হাজার টাকা কীকরে ছাপিয়ে গেল, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই অবস্থায় সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে ভর্তুকি দিয়ে সেই ক্ষোভ প্রশমনের চেষ্টাই করছে সরকার, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।