‘কন্ডোমের কিছু বিজ্ঞাপন পর্নোগ্রাফির মতো’, সম্প্রচারে স্থগিতাদেশ আনতে পারে মাদ্রাজ হাইকোর্ট
রাত ১০টা বাজলেই টিভিতে দেখান হচ্ছে কন্ডোমের বিজ্ঞাপন। শিশু-কিশোর নির্বিশেষে তা পৌঁছে যাচ্ছে সবার কাছে।
TV9 বাংলা ডিজিটাল: রাত ১০টা বাজলেই টিভিতে দেখান হচ্ছে কন্ডোমের বিজ্ঞাপন। শিশু-কিশোর নির্বিশেষে তা পৌঁছে যাচ্ছে সবার কাছে। এইসব বিজ্ঞাপন বন্ধের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল আগেই। এ বার সেই মামলার শুনানির ভিত্তিতে এই জাতীয় বিজ্ঞাপন দেখানোর ব্যাপারে সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষগুলিকে সংযমী হওয়ার নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। একইসঙ্গে ওই সব চ্যানেলে এই বিজ্ঞাপনগুলি সম্প্রচারের ক্ষেত্রে স্থগিতাদেশ আনতে পারে আদালত।
বিচারপতি এন কিরুবকরণ এবং বিচারপতি বি পুগালেন্ধির বেঞ্চের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য রাত ১০টার পর বিভিন্ন টিভি চ্যানেলে এ জাতীয় অশ্লীল বিজ্ঞাপন দেখানোর বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন কে এস সগদেবরাজা নামে জনৈক ব্যক্তি। এই মামলার ভিত্তিতেই অন্তর্বর্তী নির্দেশ জারি করেছে আদালত।
সগদেবরাজা নামে ওই ব্যক্তি নিজের পিটিশনে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁর দাবি, অবিলম্বে এইসব বিজ্ঞাপন দেখানো বন্ধ করুক চ্যানেল কর্তৃপক্ষ। আর এ ব্যাপারে কড়া পদক্ষেপ করুক আদালত। শুধু বিজ্ঞাপন বা প্রচার বন্ধ নয়, সেই সঙ্গে কেবল অপারেটরদের পরিচালন ব্যবস্থার উপরেও নজর রাখুক আদালত, এই আবেদন জানিয়েছিলেন ওই ব্যক্তি।