Sambhajinagar: সম্ভাজির নামে আওরঙ্গাবাদের নাম! আস্থাভোটের মুখে তিনটি বড় প্রশাসনিক সিদ্ধান্ত নিলেন উদ্ধব
Sambhajinagar: বুধবার (২৯ জুন) বিকেলে মহারাষ্ট্রের মন্ত্রিসভা বৈঠকের পর আওরঙ্গাবাদ শহরের নাম পরিবর্তন করে রাখা হল সম্ভাজিনগর। নেওয়া হল আরও দুই বড় সিদ্ধান্ত।
মুম্বই: একনাথ শিন্ডের বিদ্রোহে টলমল করছে আসন। সরকার টিকবে কিনা, তাই নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। এরই মধ্যে, বুধবার (২৯ জুন) বিকেলে মন্ত্রিসভা বৈঠকের পর তিনটি বড় সিদ্ধান্ত নিল। আওরঙ্গাবাদ শহরের নাম পরিবর্তন করে সম্ভাজি নগর করা হল। এছাড়া, ওসমানাবাদ শহরের নাম বদলে রাখা হল ধারাশিব। সেই সঙ্গে নবি মুম্বই বিমানবন্দরের নাম বালাসাহেব ঠাকরের পরিবর্তে ডিবি পাটিলের নামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মহারাষ্ট্রের রাজ্যপালের আস্থা ভোটের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছে উদ্ধব ঠাকরে শিবির। সেই মামলার শুনানি চলাকালীনই মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার এবং ক্যাবিনেট মন্ত্রী ছগন ভুজবল বর্তমানে করোনাভাইরাস আক্রান্ত। দুজনেই ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন। রাজ্য সচিবালয়ে পৌঁছে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, প্রথমে ছত্রপতি শিবাজি এবং বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপরই শুরু হয় বৈঠক। সেখানেই এই তিনটি গুরুত্বপূর্ণ নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়।
বস্তুত, মঙ্গলবারও মহা বিকাশ আগাড়ি সরকারের মন্ত্রিসভার একটি বৈঠক ছিল। ওই বৈঠকেই আওরঙ্গাবাগের নাম পরিবর্তন করে সম্ভাজিনগর করার দাবি উঠেছিল। পরিবহন মন্ত্রী তথা শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের নেতা অনিল পরবই মধ্য মহারাষ্ট্রের এই ঐতিহাসিক শহরের নাম পরিবর্তনের দাবি জানিয়েছিলেন।
তবে এই নাম বদলের সঙ্গে চলমান রাজনৈতিক সঙ্কটের নিবিড় যোগ রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরেই বিজেপি অভিযোগ করে, হিন্দুত্বের মূল আদর্শের সঙ্গে আপস করছে শিবসেনা। সম্প্রতি একই অভিযোগ তুলে বিদ্রোহ করেছেন একনাথ শিন্ডে এবং তাঁর শিবিরে থাকা বিধায়করা। মারাঠা রাজা তথা ছত্রপতি শিবাজির পুত্র সম্ভাজির নামে মহারাষ্ট্রের এই শহরের নাম পরিবর্তন করে, তারই জবাব দেওয়ার চেষ্টা করা হল বলে মনে করা হচ্ছে। মুঘল সম্রাট আওরঙ্গজেবই মহারাষ্ট্রের মারাঠওয়াড়া অঞ্চলে আওরঙ্গাবাদ শহর প্রতিষ্ঠা করেছিলেন। একই সঙ্গে তিনি সম্ভাজিকে ফাঁসি দেওয়ার আদেশ দিয়েছিলেন।
এদিন মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মন্ত্রিসভায় তাঁর সহকর্মীদের গত আড়াই বছরের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন বলে জানা গিয়েছে। এনসিপি এবং কংগ্রেস দলের মন্ত্রীদের সমর্থন পেলেও নিজের দলের সাংসদ-মন্ত্রীদের সমর্থনই পাননি বলে তিনি আক্ষেপ প্রকাশ করেছেন। বৈঠকের পর মন্ত্রী তথা কংগ্রেস নেতা সুনীল কেদার বলেছেন, ‘ঠাকরে সবসময়ই অন্যদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তিনি মন্ত্রিসভাকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন এই সহযোগিতা অব্যাহত থাকবে।’ সুনীল কেদার আরও দাবি করেছেন, প্রশাসনিক অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও কোভিড-১৯-এর বিরুদ্ধে যুদ্ধে উদ্ধব ঠাকরে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, তা বিবেচনা করে বিধানসভার সকল বিধায়ক তাঁকেই ভোট দেবেন।