একদিনেই ৮ লক্ষ টিকাকরণ, রেকর্ড ঠাকরে রাজ্যে
দেশের মধ্যে কোনও রাজ্যে ৩ কোটি টিকাকরণে মহারাষ্ট্রই প্রথম।
মুম্বই: একদিনে সর্বোচ্চ টিকা দেওয়ার রেকর্ড গড়ল মহারাষ্ট্র (Maharashtra)। সে রাজ্যে একদিনে করোনা টিকা পেয়েছেন ৮ লক্ষেরও বেশি মানুষ। যা মহারাষ্ট্রে এ পর্যন্ত এখদিনে সর্বোচ্চ। শিবসেনা নেতা আদিত্য ঠাকরে টুইট করে এ কথা জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, “করোনা টিকাকরণে মহারাষ্ট্রের নতুন রেকর্ড। একদিনে ৮ লক্ষেরও বেশি মানুষ ভ্যাকসিন পেয়েছেন। ৯টার মধ্যে টিকা প্রাপকের সংখ্যা ৮ লক্ষ ১ হাজার ৮৪৭।”
CM Uddhav Thackeray ji, DCM @AjitPawarSpeaks ji, Revenue Min @bb_thorat ji working on 3rd wave prep with upgrade in medical infra as well as maximum vaccines, depending on supplies.Ministers @rajeshtope11 ji & @AmitV_Deshmukh ji along with depts focussed on ensuring the same
— Aaditya Thackeray (@AUThackeray) July 3, 2021
মহারাষ্ট্রে এ পর্যন্ত মোট টিকা পেয়েছেন ৩ লক্ষ ৩৯ লক্ষ ১১ হাজার ২৯ জন। দেশের মধ্যে কোনও রাজ্যে ৩ কোটি টিকাকরণে মহারাষ্ট্রই প্রথম। ঠাকরে এ কথা জানিয়ে টুইটে কেন্দ্রের নয়া নীতির বিষয়েও লিখেছেন। টুইটে তিনি লিখেছেন, “যখন রাজ্য ও বেসরকারি ক্ষেত্রের হাতে টিকার জোগান থাকবে, তখন রেকর্ড সংখ্যক টিকাকরণ হবে।”
দেশে করোনার প্রত্যেকটি ঢেউয়েই বিপুল ভাবে বিধ্বস্ত হয়েছে মহারাষ্ট্র। সে রাজ্যে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬০ লক্ষ ৭৯ হাজারেরও বেশি। যার মধ্যে প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ২২ হাজারেরও বেশি মানুষ। মহারাষ্ট্রে যেখানে মোট টিকা প্রাপকের সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গিয়েছে, সেখানে বঙ্গে মোট টিকা প্রাপকের সংখ্যা ২ কোটির ঘরে।
আরও পড়ুন: ভ্যাকসিনের ১ ডোজ়েই ডেল্টাকে কাহিল করবেন করোনাজয়ীরা: এইমস
⇜ TV9 EXCLUSIVE: না পড়লেই নয় ⇝