Murder: ‘কেন তুই আমায় ভালবাসিস না’, বলেই ছাত্রীর গলা কাটলেন প্রেমে প্রত্যাখ্যাত যুবক
Maharashtra: খুনের ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত শরণসিংহের খোঁজ শুরু করে পুলিশ। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত। অবশেষে মহারাষ্ট্রের নাসিকের লাসালগাঁও থেকে অভিযুক্তের খোঁজ পায় ভেদান্ত নগর থানার পুলিশ।
অরঙ্গাবাদ: অনেক দিন ধরেই কলেজ ছাত্রীকে উত্য়ক্ত করতেন এক যুবক। ছাত্রী তাঁকে পাত্তা দিতেন না। নাগাড়ে ছাত্রীকে প্রেম নিবেদন করে যেতেন যুবক। যুবকের প্রেমের প্রস্তাব আগেই প্রত্যাখ্যান করেছিলেন ওই ছাত্রী। শনিবার ওই ছাত্রী যখন কলেজ থেকে ফিরছিলেন, তখনই নির্জন রাস্তায় তাঁর পথ আটকায় ওই যুবক। আটকেই ছাত্রীটি সে সময় তাঁকে কাটিয়ে যাওয়ার চেষ্টা করলেও পারেননি। তখনই ওই যুবক ছাত্রীকে বলে ওঠেন, “কেন তুই আমায় ভালবাসিস না?” পুলিশ জানিয়েছে, এই কথা বলার পরই ছাত্রীর গলা কেটে দেন অভিযুক্ত যুবক। রবিবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ঘটনার কথা জানায় পুলিশ। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে খুনের ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অরঙ্গাবাদে।
পুলিশ জানিয়েছে, ছাত্রীর গলা কেটে খুন করায় অভিযুক্ত যুবকের নাম শরণসিংহ সেথি। ১৮ বছরের ওই ছাত্রীর নাম সুখপ্রীত কৌর। ওই ছাত্রী কসিস প্রীতপালসিংহ গ্রন্থি নামেও পরিচিত বলে জানিয়েছে পুলিশ। সুখপ্রীত অরঙ্গাবাদের দেওগিরি কলেজে পড়তেন। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকের ছাত্রী ছিলেন তিনি। ২০ বছরের শরণসিংহ অনেক দিন ধরেই সুখপ্রীতকে প্রেমের প্রস্তাব দিত বলে পুলিশকে জানিয়েছে তাঁর পরিবারের লোকেরা। কিন্তু সুখপ্রীতের তাঁকে পছন্দ না হওয়ায়, তিনি এড়িয়ে যেতেন। অভিযুক্তের প্রস্তাবে সাড়াও দেননি তিনি। অন্য দিনের মতোই শনিবারও কলেজে গিয়েছিলেন সুখপ্রীত। সে সময় তাঁর উপর চড়াও হন অভিযুক্ত। প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে হতাশ ছিলেন শরনসিংহ। ছাত্রীর পথ আটকে তাঁকে বলেন,“কেন তুই আমায় ভালবাসিস না?” এর পরই ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা কেটে দেন। এই ঘৃণ্য কাজ করেই ঘটনাস্থল থেকে চম্পট দেন অভিযুক্ত।
খুনের ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত শরণসিংহের খোঁজ শুরু করে পুলিশ। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত। অবশেষে মহারাষ্ট্রের নাসিকের লাসালগাঁও থেকে অভিযুক্তের খোঁজ পায় ভেদান্ত নগর থানার পুলিশ। ওই থানার পুলিশই এই ঘটনার তদন্ত করছিল। ঘটনা নিয়ে অরঙ্গাবাদের পুলিশ সুপার সচিন পাটিল বলেছেন, “ছাত্রীকে খুনে অভিযুক্ত শরণসিংহ পলাতক ছিলেন। ভেদান্ত থানার পুলিশ তাঁর খোঁজ করছিল। রবিবার লাসালগাঁওয়ের শ্রীগঙ্গানগর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সেখানে দিদির বাড়িতে লুকিয়ে ছিল অভিযুক্ত।”