J&K Terror Attack: রাজৌরিতে সেনা ক্যাম্পে বড়সড় হামলার চেষ্টা জঙ্গিদের, আহত ১ জওয়ান

Terrorist Attack: সেনা সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাতে রাজৌরি জেলায় একটি গ্রামের সেনা চৌকিতে হামলার চেষ্টা করে জঙ্গিরা। বেশ বড় মাপের জঙ্গি হামলারই পরিকল্পনা ছিল সন্ত্রাসবাদীদের। তবে সেনাবাহিনী সঠিক সময়ে সেই হামলা প্রতিহত করতে সক্ষম হয়।

J&K Terror Attack: রাজৌরিতে সেনা ক্যাম্পে বড়সড় হামলার চেষ্টা জঙ্গিদের, আহত ১ জওয়ান
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jul 22, 2024 | 8:49 AM

শ্রীনগর: ফের উত্তপ্ত উপত্যকা। কিছুতেই থামছে না সন্ত্রাসবাদী হামলা। ফের সেনাবাহিনীর উপরে বড়সড় হামলার চেষ্টা করল জঙ্গিরা। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনা ক্যাম্পে বড় আকারের হামলার চেষ্টা করে জঙ্গিরা। তবে সেনার তৎপরতায় সেই হামলা এড়ানো গিয়েছে। আহত হয়েছেন এক জওয়ান। জঙ্গি দমনে শুরু হয়েছে অভিযান। এখনও অভিযান জারি রয়েছে।

সেনা সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাতে রাজৌরি জেলায় একটি গ্রামের সেনা চৌকিতে হামলার চেষ্টা করে জঙ্গিরা। বেশ বড় মাপের জঙ্গি হামলারই পরিকল্পনা ছিল সন্ত্রাসবাদীদের। তবে সেনাবাহিনী সঠিক সময়ে সেই হামলা প্রতিহত করতে সক্ষম হয়। বর্তমানে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে নিরাপত্তা বাহিনীর। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। শেষ খবর অনুযায়ী, আহত হয়েছেন এক জওয়ান।

বিগত কয়েকদিন ধরেই  জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস দমন অভিযান চালানো হচ্ছে। বিগত কয়েক মাসে  কেন্দ্রশাসিত অঞ্চলে একাধিক সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে। সেনা-জঙ্গি সংঘর্ষে যেমন বহু জঙ্গিকে নিকেশ করা হয়েছে, তেমন অভিযানে কয়েকজন সেনাও শহিদ হয়েছেন। গত সপ্তাহেই জম্মুর ডোডায় এনকাউন্টারে দুই সেনা জওয়ান আহত হন। ১৫ জুলাই ডোডায় এনকাউন্টারে এক অফিসার সহ ৪ সেনা জওয়ান শহিদ হন। দিন কয়েক আগেই কুপওয়ায়ায় নিয়ন্ত্রণ রেখার কাছে দুই জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। গত ৯ জুন রিয়াসিতে পুণ্যার্থী বোঝাই বাসে হামলায় নয়জন যাত্রী নিহত হন। কাঠুয়ায় নিরাপত্তা বাহিনী দুই সন্ত্রাসীকে খতম করেছিল। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছিল।