Presidential polls: শরদ ছাড়া আরও দুই! দিল্লির বৈঠকে নতুন নাম প্রস্তাব মমতার, পছন্দের তালিকায় কে কে?
Mamata Banerjee: বৈঠক শেষ হওয়ার পর আরএসপি নেতা এন কে প্রেমচন্দ্রনকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এদিনের বৈঠকে রাষ্ট্রপতি লড়ার জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শরদ পওয়ার ছাড়াও আরও দুটি নাম প্রস্তাব করেছেন
নয়া দিল্লি: নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভোটের (Presidential Election) দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী পাঁচ বছরের জন্য কে হবে রাইসিনা হিলসের বাসিন্দা, তা নির্ধারিত হবে ১৮ জুলাই। দেশের ১৪ তম রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে কে হবেন বিরোধীদের কালো ঘোড়া, তা ঠিক করতে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডাকে বৈঠকে বসেছিলেন ১৭ টি বিরোধী দলের নেতানেত্রীরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “দু-একটি দল বৈঠকে আসেনি তাদের হয়তো অন্য কোনও কারণ রয়েছে, অথবা তাঁরা কোনও কাজে ব্যস্ত। বৈঠকে আমরা সর্বসম্মতভাবে শরদ পওয়ারের নাম প্রস্তাব করেছিলাম। তিনি রাজি হলে সকলে তাঁকে সমর্থন করবে, রাজি না হলে, যৌথভাবে আলোচনার ভিত্তিতে একজনকে প্রার্থী করা হবে এবং অন্যরা তাঁকে সমর্থন করবে।” বৈঠক শেষে এটা স্পষ্ট, বিরোধীরা সম্মিলিতভাবে কোনও একজনকেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করবে। সাংবাদিক বৈঠকের পর স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়, প্রার্থী করার বিষয়ে কাকে এগিয়ে রাখছে বিরোধী শিবির?
বৈঠক শেষ হওয়ার পর আরএসপি নেতা এন কে প্রেমচন্দ্রনকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এদিনের বৈঠকে রাষ্ট্রপতি পদে লড়ার জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শরদ পওয়ার ছাড়াও আরও দুটি নাম প্রস্তাব করেছেন। আরএসপি নেতা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠকে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা মহাত্মা গান্ধীর প্রপৌত্র গোপাল কৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব করেছেন। রাজনৈতিক মহলের মতে, ফারুখ আবদুল্লা কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী হিসেব কাজ করার অভিজ্ঞতাও রয়েছে, তাঁকে প্রার্থী করা হলে লোকসভা নির্বাচনের আগে সংখ্যালঘুদের উদ্দেশেও বিশেষ বার্তা দেওয়া যাবে। অন্যদিকে গোপাল কৃষ্ণ গান্ধীর সঙ্গে বরাবরই মমতা সু-সম্পর্ক, এমনকী ২০১৭ সালের উপরাষ্ট্রপতি নির্বাচনেও তিনি লড়াই করেছিলেন, সেই দিক থেকে দেখতে গেলে এই নামটিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক শিবির।