‘বুঝতে পারিনি প্রথমে…ভিডিয়ো দেখে জানলাম ওঁ আর নেই’, তিরুপতি দর্শনে এসে আজ সব খোয়ালেন ভেঙ্কটেশ
Tirupati Stampede: বিশাখাপত্তনম থেকে তিরুপতি দর্শনে সপরিবারে এসেছিলেন ভেঙ্কটেশ। বিশেষ দর্শনের টিকিট সংগ্রহের জন্য রাত থেকে লাইনে দাঁড়িয়েছিলেন। পাশের লাইনে ছিলেন স্ত্রীও। কাউন্টার খুলতেই হঠাৎ হুড়োহুড়ি শুরু হয়। ধাক্কাধাক্কিতে লাইন থেকে দূরে ছিটকে যান। ওই শেষ দেখা।
চেন্নাই: বৈকুণ্ঠ একাদশী। শুভ তিথিতে ভেবেছিলেন তিরুপতি বালাজির দর্শন করবেন। তবে এই দর্শনই যে তাদের একসঙ্গে শেষ সফর হবে, তা কল্পনাও করতে পারেননি। তিরুপতি বালাজি দর্শন করতে গিয়েই শেষ হয়ে গেল পরিবার। ভিড়ের চাপে স্ত্রী পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন, এ কথা জানতে পারলেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে।
বিশাখাপত্তনম থেকে তিরুপতি দর্শনে সপরিবারে এসেছিলেন ভেঙ্কটেশ। বিশেষ দর্শনের টিকিট সংগ্রহের জন্য রাত থেকে লাইনে দাঁড়িয়েছিলেন। পাশের লাইনে ছিলেন স্ত্রীও। কাউন্টার খুলতেই হঠাৎ হুড়োহুড়ি শুরু হয়। ধাক্কাধাক্কিতে লাইন থেকে দূরে ছিটকে যান। ওই শেষ দেখা। তারপর আর স্ত্রীকে দেখতে পাননি।
পরিস্থিতি যখন একটু নিয়ন্ত্রণে এল, শুনলেন ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে। পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন কমপক্ষে ৫ জন। আহত আরও বহু মানুষ। সেই খবর শোনার পরই পাগলের মতো এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেরিয়েছেন। কোথাও খোঁজ পাননি। শেষে সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার মুহূর্ত ও তার পরের ঘটনার যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তা দেখে জানতে পারলেন, স্ত্রী আর নেই। পদপিষ্ট হয়ে যে পাঁচজন মারা গিয়েছেন, তাদের মধ্যেই একজন তাঁর স্ত্রী।
চোখে জল নিয়েই ভেঙ্কটেশ বলেন, “পুলিশের ব্যবস্থাপনা খুব খারাপ। আমার স্ত্রী আগের লাইনে ছিল। আমরা বুঝতেও পারিনি যে ও পড়ে গিয়েছে। পদপিষ্ট হওয়ার ঘটনার পরই বিভিন্ন হাসপাতালে ওর খোঁজ করি। পরে ভিডিয়ো দেখে জানতে পারলাম, ও আর নেই।”
কেন এমন বিপর্যয় ঘটল?
বৈকুণ্ঠ একাদশী উপলক্ষে ১০ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত তিরুপতি মন্দিরে বিশেষ দর্শনের আয়োজন করা হয়েছে। সেই দর্শনের জন্য টিকিট সংগ্রহেরই বিশাল লাইন পড়েছিল। শুধু বৈকুণ্ঠদ্বার দর্শনের জন্যই চার হাজারেরও বেশি মানুষ লাইন দিয়েছিলেন। ভিড়ে ওই লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেই এক মহিলা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বের করার জন্য গেট খুলতেই হুড়োহুড়ি পড়ে যায়। সেখান থেকেই এমন বিপর্যয়।
আজ অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আহতদের দেখতে হাসপাতালে যান। জেলাশাসক জানিয়েছেন, ভিড় সামাল দেওয়ার জন্য় যথেষ্ট সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। তারপরও দুর্ভাগ্যবশত এই ঘটনা ঘটেছে।