Car runs over woman: চুল টেনে ধাক্কা মেরে ফেলে দিলেন মাটিতে… শরীরের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন প্রেমিক
Car runs over woman: প্রেমিক অশ্বজিৎ গাইকোয়াড যুবতীকে চুল টানেন ও চড় মারেন বলে অভিযোগ। হাতাহাতির পর্যায়ে চলে যাওয়ার পর হঠাৎ প্রেমিকের বন্ধু ধাক্কা মেরে ফেলে দেন যুবতীকে। তারপর তাঁর শরীরের ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয় গাড়ি।
মহারাষ্ট্র: প্রেমিক ডেকে পাঠাতেই দেখা করতে গিয়েছিলেন যুবতী। কিন্তু কথা বলতে বলতেই পরিস্থিতি পাল্টে যেতে থাকে। প্রেমিকের বন্ধু এমন কিছু কথা বলছিলেন যাতে ক্ষোভ প্রকাশ করেন যুবতী। কথা কাটাকাটি বেড়ে যাওয়ার পরও প্রেমিক কিছু না বলায় যুবতী বলতে থাকেন তিনি কতটা অপমানিত বোধ করছেন। এরপরই প্রেমিক অশ্বজিৎ গাইকোয়াড যুবতীকে চুল টানেন ও চড় মারেন বলে অভিযোগ। হাতাহাতির পর্যায়ে চলে যাওয়ার পর হঠাৎ প্রেমিকের বন্ধু ধাক্কা মেরে ফেলে দেন যুবতীকে। তারপর তাঁর শরীরের ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয় গাড়ি।
ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। কোনওক্রমে বেঁচে যান প্রিয়া সিং নামে ওই যুবতী। তিনি জানিয়েছেন, তাঁর গায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার পর তাঁকে সেখানেই ফেলে রাখা হয়। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। আপাতত পা ভাঙা অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবতী। অভিযুক্ত যুবকের ছবিও প্রকাশ করা হয়েছে যুবতীর ইন্সটাগ্রামে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
অভিযুক্ত যুবকের বাবা অনিল গায়কোয়াড মহারাষ্ট্রের পরিবহন দফতরের ম্যানেজিং ডিরেক্টর। জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত ১১ ডিসেম্বর ভোর ৪টে নাগাদ। প্রিয়া সিং জানিয়েছেন, তাঁর পায়ের ওপর দিয়ে চলে যায় গাড়িটি। তাঁর সারা শরীর জুড়ে আঘাত লাগে। তাঁর ডান পায়ে অস্ত্রোপচার করতে হয়েছে। পিঠে, পেটে, হাতে, সর্বত্রই রয়েছে আঘাতের চিহ্ন।
যুবতীর অভিযগ, প্রথমে অভিযোগ নিতে চায়নি পুলিশ। তিনি হাসপাতালে ভর্তি থাকায় থানায় গিয়েছিলেন তাঁর বোন। একাধিক ধারায় মামলা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে, কিন্তু কাউকে এখনও পর্যন্ত গ্রেফতার করেনি পুলিশ। যুবতীর অভিযোগ অস্বীকার করে পুলিশের দাবি, অভিযোগ গ্রহণ করা হয়েছে।