Mann ki Baat: ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারতের’ উদাহরণ ছট পুজো : মোদী
Mann ki Baat: মন কি বাত অনুষ্ঠান থেকে ছট পুজোর শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন বলেছেন, 'এক ভারত, শ্রেষ্ঠ ভারতের' উদাহরণ ছট পুজো।
নয়া দিল্লি: নিয়ম মেনে রবিবার (৩০ অক্টোবর) মন কি বাত (Mann ki Baat)-এ লাইভ এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশে ভাষণে এদিন প্রথমেই তিনি ছট পুজোর মাহাত্ম তুলে ধরেন। এবং সকল দেশবাসীকে ছট পুজোর শুভেচ্ছাও জানিয়েছেন। তিনি ছট পুজো সম্বন্ধে এদিন বলেছেন, ‘ছট পুজোয় এই সূর্য পুজো আমাদের সংস্কৃতির সঙ্গে প্রকৃতির নিবিড় সংযোগের প্রমাণ।’ তিনি এদিন বলেছেন, ‘ছট পুজো এক ভারত, শ্রেষ্ঠ ভারতের’ উদাহরণ। তিনি বলেন, ‘বিহারের বাসিন্দারা এখন পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাঁরা এখন ধুমধাম করে ছটের আয়োজন করছেন। মুম্বই, দিল্লি সহ মহারাষ্ট্রের বিভিন্ন জেলা ও গুজরাটের একাধিক জায়গায় এখন ছট পুজোর আয়োজন করা হয়।’ এদিন ছট পুজোয় সূর্য দেবের পুজো থেকে শুরু করে সৌরশক্তি নিয়েও আলোচনা করেন। সম্প্রতি গুজরাটের মোধেরাকে দেশের প্রথম সৌরগ্রাম হিসেবে ঘোষণা করা হয়। এই সৌরশক্তি আসার ফলে সেখানকার বাসিন্দাদের কাী কী সুবিধা হয়েছে সেই বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মোদী আর কী কী বললেন এক নজরে দেখে নিন-
- এবার ভারতে সবথেকে বড় ন্যাশনাল গেমসের আয়োজন করা হয়েছিল। ৩৬ টি স্পোর্টস অন্তর্ভুক্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছে ৭ টি নতুন ও ২ টি প্রতিযোগিতা। যোগাসন, মল্লাখাম্বের অন্তর্ভুক্তি করা হয়েছে।
- পরিবেশের প্রতি সংবেদনশীল হয়ে ওঠা এখন আমাদের উদ্দেশ্য। এখন মানুষ অনেক বেশি পরিবেশ বান্ধব জীবনযাপন ও পরিবেশ বান্ধব পণ্য সম্বন্ধে সচেতন হয়ে উঠেছেন।
- দেশকে শক্তিশালী করে তুলতে পড়ুয়াদের ক্ষমতাই হল মূল ভিত্তি। আজকের দেশের যুব সম্প্রদায়ই তাঁদের দক্ষতা দিয়ে আগামী দিনে ভারতকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে।
- সৌরশক্তি পাশাপাশি আমাদের দেশ মহাকাশ ক্ষেত্রেও যথেষ্ট ভাল কাজ করছে। গোটা বিশ্ব ভারতের এই উন্নতি দেখে অবাক হয়ে গিয়েছে। ভারত কিছুদিন আগেই একসঙ্গে ৩৬ টি স্যাটেলাইট মহাকাশে স্থাপন করেছে। দীপাবলির আগে যুবদের তরফে দেশের জন্য এটি একটা নিঃসন্দেহে বিশেষ উপহার। স্পেস সেক্টর ভারতের যুব সম্প্রদায়ের জন্য খুলে যাওয়ার পরেই এক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসতে শুরু করেছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং কোহিমা থেকে কচ্ছ পর্যন্ত সমগ্র দেশে ডিজিটাল সংযোগ আরও মজবুত হবে। এর সাহায্যে দেশের দূর দূর প্রান্তের এলাকার সঙ্গে আরও নিবিড় সংযোগ স্থাপন হবে।
- ওই দিন আর বেশি দেরি নেই যেদিন ভারতে সৌরগ্রামের তৈরি হওয়া একদিন জন আন্দোলনে পরিণত হবে।
- মোধেরা গ্রামে এখন প্রায় প্রত্যেক বাড়ি নিজেদের বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য সৌরশক্তি ব্যবহার করেন। সেখানকার মানুষ শুধুমাত্র সৌরশক্তি থেকে বিদ্যুতের ব্যবহারই করছে না সেখান থেকে উপার্জনও করছেন।
- সৌরশক্তি দিক থেকে ভারত বিশ্বের অন্যতম প্রধান দেশ হয়ে উঠেছে। সৌরশক্তি যেভাবে দরিদ্র ও মধ্যবিত্তদের জীবনকে বদলে দিচ্ছে তা অধ্যয়নের বিষয়। মোধেরা এখন গোটা দেশের জন্য মডেল হয়ে উঠেছে। মোধেরাকে দেখে দেশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা নিজেদের গ্রামকে সৌরগ্রামে রূপান্তরিত করার জন্য আমাক চিঠি লিখছেন।
- আমরা এখন বিশ্বের বিভিন্ন দেশে ছট পুজো উদযাপনের ছবি দেখতে পাই। এর অর্থ, ভারতীয় সংস্কৃতি এবং বিশ্বাস পৃথিবীর কোণা কোণায় নিজেদের ছাপ ফেলছে।