Rahul Gandhi and Poonam Kaur: রাহুল-পুনমের হাত ধরে হাঁটার ছবি ভাইরাল, সমালোচনার মুখে জবাব দিলেন অভিনেত্রী

Rahul Gandhi and Poonam Kaur: রাহুল গান্ধী ও পুনম কউরকে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই নিয়ে বিজেপি নেত্রী প্রীতি গান্ধী সমালোচনাও করেছেন।

Rahul Gandhi and Poonam Kaur: রাহুল-পুনমের হাত ধরে হাঁটার ছবি ভাইরাল, সমালোচনার মুখে জবাব দিলেন অভিনেত্রী
ছবি সৌজন্যে: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2022 | 1:44 PM

বেঙ্গালুরু: ভারত জোড়ো যাত্রায় বেরিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। কন্য়াকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত কংগ্রেসের এই জনসংযোগ যাত্রায় রাহুলের একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সেই ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে রাহুলকে অভিনেত্রী পুনম কউরের হাত ধরে থাকতে দেখা গিয়েছে। এই ছবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বিজেপি নেত্রী রাহুলের এই ছবি পোস্ট করে তীর্যক মন্তব্যও করেন। এবার সব সমালোচনার জবাব দিলেন অভিনেত্রী পুনম। তিনি জানিয়েছেন, তিনি পড়ে যাচ্ছিলেন। সেই সময় তাঁকে ধরে নেন রাহুল গান্ধী।

প্রসঙ্গত, রাহুল গান্ধী ও অভিনেত্রী পুনম কউরের হাত ধরে থাকার ছবি টুইটারে লিখেছিলেন বিজেপি নেত্রী প্রীতি গান্ধী। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘নিজের প্রপিতামহের দেখানো পথেই হাঁটছেন তিনি।’ এর জবাবেই এদিন মুখ খুললেন পুনম। তিনি সেই পাল্টা টুইট করে লিখেছেন, ‘এই মন্তব্য খুবই অবমাননাকর। মনে রাখবেন- প্রধানমন্ত্রী নারীশক্তির কথা বলেন।’ তিনি আরও লেখেন, ‘আমি পিছলে গিয়ে পড়ে যাচ্ছিলাম এবং তারপর এইভাবে স্যার ধরে নেন।’ এদিকে পুনম ও রাহুলকে সমর্থন টুইট করেছেন শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীও। তিনি টুইটে লিখেছেন, ‘এর অর্থ দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং শক্তিশালী করে তুলতে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এবং হাত হাত মিলিয়ে মহিলারাও এগিয়ে এসেছেন। এটা শুধু পণ্ডিত নেহরুর স্বপ্ন ছিল না। বাবাসাহেব আম্বেদকর ও স্বাধীনতা সংগ্রামীরা এই সমান ভারতের স্বপ্নই দেখেছিলেন। আপনি অনুগ্রহ করে বসে পড়ুন।’

অন্যদিকে বিজেপি নেত্রী প্রীতি গান্ধীর এহেন মন্তব্যের কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশও। তিনি প্রীতিকে ‘অসুস্থ মানসিকতার’ বলে আক্রমণ করেছেন। এদিকে কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে প্রীতি গান্ধীর টুইট উদ্ধৃত করে জানিয়েছে, ‘হ্য়াঁ, তিনি তাঁর মহান প্রপিতামহের পথ অনুসরণ করছেন এবং আমাদের এই মহান দেশকে একত্রিত করছেন।’ তিনি আরও লেখেন, ‘আপনার চিকিৎসার দরকার।’