Mufti on BJP: ‘বিজেপিকে জমি ছেড়ে দেওয়া যাবে না’, কিসের ইঙ্গিত দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী?
Mehbooba Mufti: ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ তকমা প্রত্যাাহারের পর বেশ কিছু আঞ্চলিক দল একত্রিত হয়ে কাশ্মীরে বিশেষ তকমা ফিরিয়ে দেওয়ার দাবি ও কেন্দ্র শাসিত অঞ্চলের পরিবর্তে কাশ্মীরের রাজ্যের তকমা ফিরিয়ে দিতে একত্রিত হয়েছিল।
জম্মু: জম্মু কাশ্মীরের পুনর্বিন্যাস কমিশনের খসড়া রিপোর্ট নিয়ে উত্তাপের মাঝেই পিপলস ডেমোক্রেটিক পার্টির সভাপতি মেহবুবা মুফতি (Mehbooba Mufti) বড় ঘোষণা করলেন। জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর দল কেন্দ্রশাসিত অঞ্চলের আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। রবিবার পুঞ্চে দলীয় কর্মীদের সঙ্গে একসভায় অংশ নিয়ে মেহবুবা মুফতি জম্মু কাশ্মীরের জনগণের উদ্দেশে জানিয়েছেন আগামী নির্বাচনে পিপলস অ্যালায়েন্স গুপকার ঘোষণার বা পিএজিডি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আবেদন জানিয়েছেন।
২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ তকমা প্রত্যাাহারের পর বেশ কিছু আঞ্চলিক দল একত্রিত হয়ে কাশ্মীরে বিশেষ তকমা ফিরিয়ে দেওয়ার দাবি ও কেন্দ্র শাসিত অঞ্চলের পরিবর্তে কাশ্মীরের রাজ্যের তকমা ফিরিয়ে দিতে একত্রিত হয়েছিল। রবিবারের জনসভা থেকে মেহবুবা মুফতি বলেন, “পুনর্বিন্যাসের প্রকাশিত রিপোর্ট থেকে এটা স্পষ্ট যে কোনও ভাবে তাঁরা ক্ষমতা নিজের হাতে রাখার চেষ্টা করবে এবং এমন প্রার্থী, দলকে নির্বাচিত করে বিধানসভায় পাঠাবে যাঁরা ৫ অগস্ট ২০১৯-র বেআইনি কাজকে সমর্থন করবে। জম্মু কাশ্মীরের ঐতিহ্য এবং সম্পদ রক্ষা করতেই আমরা লড়াই করছি। পিএজিডির শরিকরা একা বা একত্রে লড়াই করুক না কেন, আপনাদের তাদেরকেই সমর্থন করতে হবে। আমার গণতন্ত্রকে পদদলিত করার জন্য বিজেপিকে জায়গা ছেড়ে দিতে পারি না। বিজেপির জন্য মাঠ ফাঁকা রাখা উচিৎ হবে না।”
সম্প্রতি বিজেপিকে ব্রিটিশদের সঙ্গে তুলনা করেছিলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। হাজার হাজার মানুষকে গ্রেফতার করে জেলে বন্দি করে রাখা হয়েছে। যেসব সাংবাদিকরা কাশ্মীরের আসল চিত্র তুলে ধরতে চেয়েছেন তাদের গ্রেফতার করা হয়েছে। এই সব অন্যায়ের বিরুদ্ধেই আওয়াজ তুলেছে পিএজিডি, সেই কারণে কেন্দ্রীয় সরকার আমাদের বিরুদ্ধে…বিজেপি রাজ দীর্ঘমেয়াদি হবে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বিজেপিও একদিন দেশ থেকে চলে যাবে। সেই সময়ে সব সমস্যা থেকে জম্মু কাশ্মীরের মানুষ মুক্তি পাবে এবং তাঁর আত্মসম্মান ফিরে পাবে। বিজেপি চলে যাওয়ার পরই কাশ্মীর সমস্যার সমাধান হবে।”
আরও পড়ুন : UP Assembly Election: ‘বিজেপির বিরুদ্ধে ৪৪০ ভোল্টের কারেন্ট’, অখিলেশের গলায় আত্মবিশ্বাসী সুর
আরও পড়ুন : Russia-Ukraine Conflict: ‘এক ঢিলে দুই পাখি’, সংঘাতের আবহে ইউক্রেনের বিদ্রোহীদের ইন্ধন পুতিনের