Mercedes car theft: শৌচকর্ম করতে নেমেছিলেন গাড়ির মালিক, মার্সিডিজ নিয়ে চম্পট দিলেন দুষ্কৃতীরা
Mercedes car theft: একটি গাড়ি পিছন দিক থেকে এসে ওই গাড়ির সামনে দাঁড়িয়েছে। সেই গাড়ি থেকে নেমে আসেন ৩ জন। তাঁর সামনে ধারাল অস্ত্র ধরে দাঁড়িয়ে পড়েন তাঁরা। এ
গুরুগ্রাম: এক ব্যক্তিকে ছুরি দেখিয়ে তাঁর গাড়ি চুরি করে চম্পট তিন দুষ্কৃতীর। গুরুগ্রামের সেক্টর ২৯ এলাকা থেকে একটি মার্সিডিজ গাড়ি চুরি করা হয়েছে। গত বৃহস্পতিবার এই চুরির ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, ওই গাড়ি থেকে গাড়ির মালিক শৌচকর্ম করার জন্য নেমেছিলেন। আর তখনই ঘটে যায় অঘটন। গাড়ি নিয়ে দ্রুতগতিতে বেরিয়ে যান তিন জন। আকস্মিক এই ঘটনায় কার্যত কিংকর্তব্যবিমূড় হয়ে পড়েন ওই ব্যক্তি। বহুমূল্য গাড়িটি উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ।
জানা গিয়েছে, গাড়ির মালিকের নাম অনুজ বেদী। তিনি গুরুগ্রামের সেক্টর ৬৬ এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রাত ৮ টা ৫০ মিনিটে ওই ঘটনা ঘটে। গুরুগ্রামের মতো ব্যস্ত এলাকায় ওই সময় বহু মানুষ যাতায়াত করেন। সেই সময় এমন ঘটনার কথা শুনে এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন। জানা গিয়েছে ওই এলাকায় থাকা দমকল কেন্দ্র ও একটি গাড়ির শোরুমের মাঝামাঝি জায়গায় চুরি হয়েছে।
গাড়ির মালিক জানিয়েছেন, সেক্টর ২৯-এর একটি মদের দোকান থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। মার্সিডিজ সি২২০ মডেলের একটি গাড়ি চালিয়ে ফিরছিলেন তিনি। তিনি জানান অডি শোরুম চকের কাছে গাড়িটি থামিয়ে শৌচকর্ম করতে নেমেছিলেন তিনি।
এরপর তিনি যখন ফেরেন, তখন দেখেন একটি গাড়ি পিছন দিক থেকে এসে তাঁর গাড়ির সামনে দাঁড়িয়েছে। সেই গাড়ি থেকে নেমে আসেন ৩ জন। তাঁর সামনে ধারাল অস্ত্র ধরে দাঁড়িয়ে পড়েন তাঁরা। এরপর তাঁকে হুমকি দিতে থাকেন। স্বাভাবিকভাবেই ঘাবড়ে যান তিনি। পরে গাড়ি নিয়ে পালিয়ে যান ওই তিনজন। তাঁরা একটি হুন্ডাই গাড়ি নিয়ে এসেছিলেন বলে জানিয়েছেন অনুজ বেদী।
সেক্টর ২৯ থানায় ৩৮২ ও ৩৪ ধারায় মামলা রুজু হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করে গাড়ি উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। ধৃতদের দ্রুত গ্রেফতার করা হবে বলে আশ্বস্ত করেছেন এএসআই সন্দীপ কুমার।