বাংলায় ভোটের আগে ‘মহাগুরু’ সাক্ষাৎ আরএসএস প্রধানের, জল্পনা তুঙ্গে

এক সময় সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তীর হয়ে প্রচারে দেখা গিয়েছিল 'মহাগুরু'কে। তবে পরবর্তীকালে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় সাংসদ করে পাঠিয়েছিলেন মিঠুন চক্রবর্তীকে।

বাংলায় ভোটের আগে 'মহাগুরু' সাক্ষাৎ আরএসএস প্রধানের, জল্পনা তুঙ্গে
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Feb 16, 2021 | 3:13 PM

মুম্বই: সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। বঙ্গে রাজনীতির পারদ চড়া। এর মধ্যেই মুম্বইয়ে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গে বৈঠক করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। অনেক দিন ধরেই আন্তরিক সম্পর্ক রয়েছে মোহন ভাগবত ও মিঠুন চক্রবর্তীর। তাই এই সাক্ষাৎকে রাজনৈতিক রং দিতে নারাজ মিঠুন চক্রবর্তী। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।

এ দিন দীর্ঘক্ষণ আলোচনা হয় তাঁদের। কিন্তু ঠিক কি বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে বঙ্গ বিধানসভার প্রাক্কালে মিঠুন- মোহন সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে। বিধানসভা ভোটে বাংলা জিততে মরিয়া বিজেপি। মোদী, অমিত শাহ, নাড্ডা এসে বারবার ভোটে ঝড় তুলছেন। এমতাবস্থায় কি বাংলায় বিজেপির প্রচারে দেখা যেতে পারে মিঠুন চক্রবর্তীকে। তাই কি মিঠুনের বাড়িতে মোহন ভাগবত? উঠছে এই প্রশ্নও।

এক সময় সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তীর হয়ে প্রচারে দেখা গিয়েছিল ‘মহাগুরু’কে। তবে পরবর্তীকালে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় সাংসদ করে পাঠিয়েছিলেন মিঠুন চক্রবর্তীকে। কিন্তু সারদা কেলেঙ্কারিতে তাঁর নাম জড়ানোর ফলে রাজ্যসভার পদ ছেড়েছিলেন মিঠুন। এমনটা মনে করেন ওয়াকিবহাল মহল। সারদা কেলেঙ্কারির কলঙ্ক মুছতে এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে চিঠি লিখে টাকা ফেরত দিতেও চেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। একাধিকবার প্রকাশ্যে মিঠুন চক্রবর্তী স্বীকার করেছেন তাঁর সঙ্গে বালাসাহেব ঠাকরের সখ্যতার কথা।

আরও পড়ুন: ৫৪ জনকে নিয়ে খাদে পড়ল বাস, মৃত কমপক্ষে ৩২

কয়েক দিন আগে পর্যন্তও বঙ্গ রাজনীতিতে তুঙ্গে ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের পদ্ম শিবিরে যোগ দেওয়ার জল্পনা। এ বার সেই সঙ্গেই উঠে এল মিঠুন চক্রবর্তীর প্রসঙ্গও। যার ফলে কেউ কেউ বলছেন, ‘মহারাজ’, ‘মহাগুরু’ দুজন যদি পদ্ম শিবিরে আসেন, তাহলে বঙ্গে প্রচারের ঝড় তুলবে বিজেপি।