Mohan Yadav: মধ্য প্রদেশের ১৯তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোহন যাদব

মধ্য প্রদেশের ১৯তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি বিধায়ক মোহন যাদব। শিবরাজ সিং চৌহানের বদলে এইবার তাঁকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে বিজেপি। তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসবে শপথ নেন জগদীশ দেওড়া এবং রাজেন্দ্র শুক্লা।

Mohan Yadav: মধ্য প্রদেশের ১৯তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোহন যাদব
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এব মধ্য প্রদেশের রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেলের সঙ্গে সদ্য শফথ নেওয়া মুখ্যমন্ত্রী মোহন যাদবImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 13, 2023 | 12:24 PM

ভোপাল: বুধবার মধ্য প্রদেশের ১৯তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি বিধায়ক মোহন যাদব। শিবরাজ সিং চৌহানের বদলে এইবার তাঁকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে বিজেপি। তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসবে শপথ নেন জগদীশ দেওড়া এবং রাজেন্দ্র শুক্লা। এই তিনজন ছাড়া অন্য কোনও মন্ত্রী এদিন শপথ নেননি। সূত্রের খবর, দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পর মন্ত্রিসভা সম্প্রসারণ করা হবে।

এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা। এছাড়া, ৬ রাজ্যের মুখ্যমন্ত্রী – উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের একনাথ শিন্ডে, গুজরাটের ভূপেন্দ্র প্যাটেল, নাগাল্যান্ডের নেফিউ রিও, মেঘালয়ের কনরাড সাংমা, মণিপুরের এন বীরেন সিং, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার, দেবেন্দ্র ফড়ণবীস প্রমুখ উপস্থিত ছিলেন এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে।

উপস্থিত ছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও। তিনি বলেন, “নতুন মুখ্যমন্ত্রী রাজ্যের সমৃদ্ধি, উন্নয়ন এবং জনকল্যাণকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন, এই বিষয়ে আমি আত্মবিশ্বাসী।” অন্যদিকে, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই মোহন যাদব রাজা বিক্রমাদিত্যের যুগের মতো সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, আমি মধ্যপ্রদেশে সেটাই অনুসরণ করব। আমি রাজা বিক্রমাদিত্যের দেশ থেকে এসেছি এবং আমি রাজ্যের উন্নতির জন্য এবং মধ্যপ্রদেশের কোটি কোটি নাগরিকের আশা-আকাঙ্খা পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজা বিক্রমাদিত্যের শাসনামলের সুশাসন দেখতে পাবেন।”

এবারের বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশের ২৩০টি বিধানসভা আসনের মধ্যে ১৬৩টিতেই জয় পেয়েছে বিজেপি। আর কংগ্রেস জিতেছে মাত্র ৬৬টি আসনে।