Murder Case: বিয়ের পর মাত্র ১ দিন করেছে সংসার,বাড়িতে ঢুকে জামাই-মেয়েকে কোপাল শ্বশুর
Murder Case in Tamilnadu: পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম ভি মুরুগেসান (২৪) ও যুবতী এম কার্তিক। দীর্ঘ দু'বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। তবে সেই সম্পর্ক কোনও ভাবেই মেয়েটির বাড়ির লোকজন মেনে নিচ্ছিলেন না বলে খবর।
তামিলনাড়ু: বাড়ির অমতে বিয়ে। তারই খেসারত চোকাতে হল নব দম্পতিকে। জানা গিয়েছে, বাড়িতে ঢুকে স্বামী এবং স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে মেয়ের বাবা ও তার সঙ্গীরা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তাদরে খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর থুথুকুদিতে।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম ভি মুরুগেসান (২৪) ও যুবতী এম কার্তিক। দীর্ঘ দু’বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। তবে সেই সম্পর্ক কোনও ভাবেই মেয়েটির বাড়ির লোকজন মেনে নিচ্ছিলেন না বলে খবর। গত ৩০ অক্টোবর বাড়ি থেকে পালিয়ে যায় মুরুগেসান ও কার্তিক। স্থানীয় একটি মন্দিরে গিয়ে একে অপরকে বরমালা পরায় তাঁরা। বিবাহবন্ধনে আবদ্ধ হয় তাঁরা। এরপর মুরুগেসানের বাড়িতেই ওঠেন নব দম্পতি। তবে সে খবর পৌঁছে যায় কার্তিকের বাড়িতে।
অভিযোগ, এরপর গত ২ নভেম্বর পাঁচজনকে নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে পৌঁছে যান তাঁর বাবা। বেধড়ক মারধর করেন জামাই-মেয়েকে। শুধু তাই নয়, কুড়োল দিয়ে এক প্রকার কোপায় দম্পতিকে। তারপর তাদের সেখানেই ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দম্পতির। ইতিমধ্যেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।