Chandrababu Naidu: ‘আমার খারাপ সময়ে যাঁরা…’, জেল থেকে বেরিয়ে আবেগে ভাসলেন চন্দ্রবাবু

Chandrababu Naidu: হায়দরাবাদ যাওয়ার আগে বুধবার তিরুপতি দর্শন করতে পারেন চন্দ্রবাবু। তবে সমর্থকদের এই আনন্দ ভাল চোখে দেখছেন না ওয়াইএসআর কংগ্রেস নেতা সজ্জলা রামকৃষ্ণ রেড্ডি। তাঁর মতে, এই উচ্ছ্বাস আসলে লজ্জার।

Chandrababu Naidu: 'আমার খারাপ সময়ে যাঁরা...', জেল থেকে বেরিয়ে আবেগে ভাসলেন চন্দ্রবাবু
জামিন পেয়েছেন চন্দ্রবাবুImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2023 | 7:48 PM

হায়দরাবাদ: গ্রেফতার হওয়ার ৫৩ দিন পর জেল থেকে বেরিয়ে এলেন অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু। মঙ্গলবার সন্ধ্যায় রাজামহেন্দ্রভরম সেন্ট্রাল জেল থেকে বেরিয়ে আসতে দেখা যায় তাঁকে। ৩৭১ কোটির দুর্নীতিতে নাম জড়ানোয় গ্রেফতার করা হয়েছিল তাঁকে। এদিন জেলের সামনে হাজির ছিলেন বহু টিডিপি সমর্থক। রোড শো করে বর্ষীয়ান রাজনীতিককে নিয়ে যাওয়া হয়। সমর্থকদের সামনে দেখে আবেগে ভাসেন চন্দ্রবাবুও। তিনি জেলে থাকাকালীন যেভাবে তাঁর সমর্থকেরা তাঁর পাশে দাঁড়িয়েছিলেন, তার জন্য ধন্যবাদ জানান।

সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার যখন খারাপ সময় চলছিল, তখন আপনারা রাস্তায় নেমে আমার জন্য প্রার্থনা করেছেন। আমি কখনও এই ভালবাসা ভুলব না।’ শুধু অন্ধ্র প্রদেশ নয়, তেলঙ্গনার মানুষও তাঁকে সমর্থন করেছেন বলে উল্লেখ করেন চন্দ্রবাবু।

হায়দরাবাদ যাওয়ার আগে বুধবার তিরুপতি দর্শন করতে পারেন চন্দ্রবাবু। তবে সমর্থকদের এই আনন্দ ভাল চোখে দেখছেন না ওয়াইএসআর কংগ্রেস নেতা সজ্জলা রামকৃষ্ণ রেড্ডি। তাঁর মতে, এই উচ্ছ্বাস আসলে লজ্জার।

কিছুদিন আগেই রাজ্যের কারিগরী দক্ষতা উন্নয়ন কর্পোরেশনের ৩৭১ কোটি টাকা দুর্নীতির অভিযোগে  গ্রেফতার করা হয় চন্দ্রবাবুকে। এই দুর্নীতিতে চন্দ্রবাবুর প্রত্যক্ষ যোগ রয়েছে বলে অভিযোগ ওঠে। সিআইডি-র হাতে গ্রেফতারির পর থেকেই জেলে বন্দি ছিলেন তিনি  রয়েছেন। তবে এই গ্রেফতারি ওয়াইএসআর কংগ্রেস ও মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির চক্রান্ত বলে অভিযোগ করে টিডিপি। আজ, মঙ্গলবার চিকিৎসার জন্য জামিন দেওয়া হয়েছে তাঁকে। চন্দ্রবাবুর চোখে অস্ত্রোপচার (ক্যাটাব়্যাক্ট সার্জারি) করার জন্য আদালত জামিন দিয়েছে তাঁকে।