Modi-Mamata meet: ‘পা কেমন আছে?’, দেখা হতেই মমতাকে জিজ্ঞেস করলেন মোদী

Modi-Mamata meet: এদিন প্রায় ২০ মিনিট ধরে বৈঠক চলে তাঁদের। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তাঁর কথা মন দিয়ে শুনেছেন। কেন্দ্রের কাছে ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে বলে উল্লেখ করেছেন মমতা।

Modi-Mamata meet: 'পা কেমন আছে?', দেখা হতেই মমতাকে জিজ্ঞেস করলেন মোদী
মোদী-মমতা সাক্ষাৎ (ফাইল ছবি)Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2023 | 4:55 PM

নয়া দিল্লি: বকেয়া টাকার দাবি জানাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  লোকসভা নির্বাচনের আগে যখন শাসক-বিরোধী তরজা তুঙ্গে, তখন এই সাক্ষাতে নজর ছিল রাজনৈতিক মহলের। তবে সূত্রের খবর, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে মমতার সঙ্গে কুশল বিনিময় করতে ভোলেননি মোদী। মুখ্যমন্ত্রীর শরীর-স্বাস্থ্যের খবরও নিয়েছেন তিনি। বুধবার সকালে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে হাজির ছিলেন মমতা। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের ১০ সাংসদও। সেখানেই একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।

এদিন বৈঠকে মুখোমুখি দেখা হওয়ার পরই মোদা প্রশ্ন করেন, “দিদি, পা কেমন আছে?” এরপর বেশ কিছুক্ষণ চলে বৈঠক। বৈঠকে কাজের কথা শেষ হওয়ার পর সংসদে নিজের দফতর মুখ্যমন্ত্রীকে ঘুরে দেখান মোদী। সাক্ষাৎ সেরে বেরনোর সময় মোদীকেও সুস্থ থাকার কথা বলে আসেন মমতা। সূত্রের খবর এদিন বেরনোর সময় মমতা মোদীকে বলেন, “আপনি সুস্থ থাকুন, ভাল থাকুন।”

দিন কয়েক আগে পায়ের সমস্যায় ভুগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরে বাড়িতেই থাকতে হয়েছিল তাঁকে। চিকিৎসার পর আপাতত সুস্থ তিনি। এদিন তাই তাঁর পায়ের অবস্থার খোঁজ নেন মোদী।

এদিন প্রায় ২০ মিনিট ধরে বৈঠক চলে তাঁদের। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তাঁর কথা মন দিয়ে শুনেছেন। কেন্দ্রের কাছে ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে বলে উল্লেখ করেছেন মমতা। তিনি জানিয়েছেন, কেন টাকা দেওয়া হচ্ছে না, তা নিয়ে অফিসারদের বৈঠক হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যেন বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানাতেই গিয়েছিলেন মমতা।