Narendra Modi on ED: ‘২২০০ কোটি নগদ উদ্ধার হয়েছে, এটা তো মানুষেরই টাকা’, ED তদন্ত নিয়ে বিরোধীদের জবাব মোদীর
Narendra Modi on ED: মোদীর দেওয়া তথ্য অনুযায়ী, মোদী সরকার ক্ষমতায় আসার আগে উদ্ধার হয়েছিল ৩৪ লক্ষ টাকা। আর মোদী সরকার ক্ষমতায় আসার পর এখনও পর্যন্ত উদ্ধার হওয়া নগদের অঙ্ক ২২০০ কোটি টাকা। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণের কথাও উল্লেখ করেছেন মোদী।
নয়া দিল্লি: দিল্লি থেকে পশ্চিমবঙ্গ, একাধিক রাজনৈতিক নেতার বাড়িতে বা অফিসে তল্লাশি চালিয়েছে ইডি। কেন্দ্রীয় এই সংস্থার তদন্তের জেরে এই মুহূর্তে জেলেও রয়েছেন অনেক নেতা। বিরোধীরা বারবার অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার তথা কেন্দ্রের শাসক দলের অঙ্গুলিহেলনেই কাজ করছে কেন্দ্রীয় সংস্থা। এদিন এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে সেই অভিযোগ নস্যাৎ করে মোদী বুঝিয়ে দিয়েছেন, ইডি তদন্তের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।
এদিন প্রধানমন্ত্রী পরিসংখ্যান দিয়ে উল্লেখ করেন, তাঁর আমলে যতগুলি মামলায় ইডি তদন্ত হয়েছে, তার মধ্যে মাত্র ৩ শতাংশের সঙ্গে কোনও রাজনৈতিক নেতার যোগ আছে। বাকি ৯৭ শতাংশ মামলার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই বলেই জানিয়েছেন তিনি। মোদী আরও মনে করিয়ে দেন, তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর স্বরাষ্ট্রমন্ত্রীকে ইডি জেলে ঢুকিয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, ‘এটা আসলে পাপের ভয়। সৎ মানুষের আবার কীসের ভয় থাকে?’
ইডি তদন্ত নিয়ে আরও কিছু পরিসংখ্যান তুলে ধরেছেন মোদী। তিনি জানান, ২০১৪ সালের আগে পর্যন্ত সব মামলা মিলিয়ে মাত্র ৫০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি, আর মোদী সরকার ক্ষমতায় আসার পর এখনও পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে ১ লক্ষ কোটি টাকার সম্পত্তি। প্রধানমন্ত্রী বলেন, “এটা তো দেশের মানুষেরই টাকা।”
এছাড়া নগদ উদ্ধারের হিসেবও দিয়েছেন প্রধানমন্ত্রী। মোদীর দেওয়া তথ্য অনুযায়ী, মোদী সরকার ক্ষমতায় আসার আগে উদ্ধার হয়েছিল ৩৪ লক্ষ টাকা। আর মোদী সরকার ক্ষমতায় আসার পর এখনও পর্যন্ত উদ্ধার হওয়া নগদের অঙ্ক ২২০০ কোটি টাকা। তিনি বলেন, “আগে যে টাকা উদ্ধার হয়েছিল, সেটা একটা স্কুল ব্যাগেই ধরে যায়। আর ২২০০ কোটি নগদ টাকা নিয়ে যেতে গেলে ৭০টি ছোটা হাতী লাগবে।” তাই ইডি ভাল কাজ করছে বলেই মনে করেন তিনি।