Narendra Modi on NDA meeting: ‘সবার আগে দেশ, সবার আগে উন্নয়ন’, বৈঠক শেষে NDA-র মূল মন্ত্র জানালেন মোদী
Narendra Modi on NDA meeting: ৩৮টি দলকে নিয়ে দিল্লিতে বৈঠক বসেছিল এনডিএ-র। ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
একদিকে যখন বেঙ্গালুরুতে বিজেপির বিরুদ্ধে একজোট হয়েছে একাধিক দল, দিল্লিতে তখন বৈঠকে বসল এনডিএ। শরিক সহ ৩৮টি দল উপস্থিত ছিল সেই বৈঠকে। বৈঠক শেষে নরেন্দ্র মোদী মনে করিয়ে দিয়েছেন, ২০১৪ এবং ২০১৯- পরপর দুবার একক সংখ্য়াগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও শরিকদের নিয়েই সরকার গঠন করেছেন এনডিএ।
- মোদী উল্লেখ করেন, ২০১৪-র পর দেশের উন্নয়ন দেখে ২০১৯-এর আরও বেশি মানুষ এনডিএ-কে ভোট দিয়েছে।
- মোদী বলেন, বিরোধীরা বারবার ভুল করছে। দেশের মানুষ সব দেখছে। তারা দেখছে, বিরোধীরা কেন একজোট হচ্ছে। কীভাবে ছোট ছোট স্বার্থের জন্য একজোট হচ্ছে বিরোধীরা। তিনি উল্লেখ করেছেন, রাজ্যে বিরোধ আছে এমন দলগুলিও মোদী সরকারের বিরুদ্ধে একজোট হচ্ছে।
- মোদী উল্লেখ করেন, এনডিএ দেশকে সবসময় রাজনীতির উপরে রেখেছে। এনডিএ সরকার প্রণব দা-কে ভারতরত্ন দিয়েছিল, যিনি চিরকাল কংগ্রেসে ছিলেন। মুলায়ম সিং যাদব, শরদ পাওয়ার, গুলাম নবী আজাদের মতো নেতাদের আমরা পদ্ম সম্মান দিয়েছি। আমরা তাঁদের দেশসেবার কাজকে স্বীকৃতি দিয়েছি।
- দেশে এমন ১০ কোটি মানুষের নামে সরকারি সুবিধা নেওয়া হচ্ছিল, যাদের জন্মই হয়নি। এনডিএ- সেই লুঠ বন্ধ করেছে।: মোদী।
- গত ৯ বছরে দুর্নীতির সব রাস্তা বন্ধ করার জন্য সব রকমের চেষ্টা করেছি। আমরা প্রযুক্তির সাহায্য নিয়েছি: মোদী।
- মোদীর কথায়, ‘এনডিএ-র জন্য সবার আগে দেশ, সবার আগে উন্নয়ন। দরিদ্র মানুষের সুরক্ষাই আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ।’
- নরেন্দ্র মোদীর দাবি, দেশের প্রান্তিকতম মানুষটির কাছে পৌঁছে যাওয়াই এনডিএ-র মূল লক্ষ্য। এনডিএ-র দলগুলি এমন ক্ষেত্রে কাজ করে, যার নামও আগে দিল্লিতে শোনা যেত না।
- মোদী বলেন, ‘এনডিএ দায়ও সবার, দায়িত্বও সবার। এই জোটে কোনও দল, কোনও দল বড় নয়। আমরা সবাই একটাই লক্ষ্য নিয়ে এগোচ্ছি।’ মোদী মনে করিয়ে দেন, ২০১৪ ও ২০১৯-এর লোকসবা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গঠন করেছে এনডিএ।
- আমরা কখনও সরকারের বিরোধিতা করার জন্য বিদেশি শক্তির শরণাপন্ন হইনি। বিরোধী হয়ে থেকেছি। কিন্তু দেশের উন্নয়নে কখনও বাধা হয়ে দাঁড়াইনি। আর আজ বিরোধী দল শাসিত একাধিক রাজ্য কেন্দ্রের যোজনা কার্যকর হতে দেয় না। তাঁদের ভয় হয়, কেন্দ্রের যোজনায় গরিব মানুষ উপকৃত হলে, কী করে চলবে!: মোদী
- কোনও জোট যখন দুর্নীতি, পরিবারতন্ত্র, জাতপাতের ওপর ভিত্তি করে হয়, তখন তাতে দেশের বিপুল ক্ষতি হয়। এই ভাষাতেই বিরোধীদের কটাক্ষ মোদীর।
- ৯০-এর দশকে কংগ্রেস জোট তৈরি করেছিল, সরকার গঠন করেছিল। ১৯৯৮ তে এনডিএ গঠিত হয়। তবে এনডিএ-র কাছে সরকার গঠনই একমাত্র লক্ষ্য ছিল না। কারও বিরোধিতা করার জন্য এনডিএ তৈরি হয়নি। দেশের স্থিরতা আনার জন্যই এনডিএ তৈরি হয়েছিল: মোদী।
- মোদীর কথায়, এনডিএ (NDA) হল ত্রিশক্তি। তিনি বর্ণনা করেন, N হল (New India) বা নতুন ভারত, D হল Development (উন্নয়ন) আর A হল Aspiration (আকাঙ্খা)।
- এনডিএ-র উপর সবার বিশ্বাস আছে। এনডিএ হল একটি ইতিবাচক শক্তি: মোদী।