পাঠক্রম থেকে সময়সূচি, JEE মেইনসের নতুন নিয়ম কী কী? জেনে নিন…

কোভিড পরিস্থিতিতে অনলাইন ক্লাস বা পরীক্ষার প্রস্তুতি নিতে অসুবিধায় পড়েছিলেন পড়ুয়ারা। তাঁদের কথা ভেবেই ২ বারের বদলে ৪ বার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করল জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি

পাঠক্রম থেকে সময়সূচি, JEE মেইনসের নতুন নিয়ম কী কী? জেনে নিন...
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2020 | 1:02 AM

নয়া দিল্লি: ‘হ্যাঁ’-‘না’ , ‘না’-‘হ্যাঁ’ করেই চলছিল JEE মেইনস(JEE Mains) সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার নির্ঘন্ট। বুধবার, সন্ধ্যা ৬টায় সব টালবাহানার অবসান ঘটিয়ে পরীক্ষার সমস্ত সূচি প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

JEE মেইনস-এর নতুন সূচি

•আগামী বছর ২০২১-এ ৪ বার হবে জয়েন্ট এন্ট্রান্স(JEE Mains) পরীক্ষা। •কোভিড পরিস্থিতিতে অনলাইন ক্লাস বা পরীক্ষার প্রস্তুতি নিতে অসুবিধায় পড়েছিলেন পড়ুয়ারা। তাঁদের কথা ভেবেই ২ বারের বদলে ৪ বার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করল জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। •ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও মে মাসে হবে পরীক্ষা। •২৩-২৬ ফেব্রুয়ারি প্রথম পরীক্ষা। •বাংলা সহ হিন্দি, অসমিয়া, উর্দু, মারাঠী, মালয়ালম, কানাড়ি, তামিল, তেলেগু ইত্যাদি ১৩ টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা হবে।

আরও পড়ুন : শেষমেশ আজ সন্ধ্যায় প্রকাশিত হতে চলেছে JEE মেইনস ২০২১-এর সূচি

এই প্রসঙ্গেই মনে করিয়ে দেওয়া যায়, বাংলায় জয়েন্ট এন্ট্রান্সের প্রশ্নের দাবিতে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্টোবর মাসেই তিনি প্রশ্ন তোলেন, গুজরাটি ভাষায় প্রশ্ন হলে কেন বাংলা ভাষায় হবে না? চিঠি লেখেন কেন্দ্রীয় সরকারকে। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দাবিই মান্যতা পেল।

প্রসঙ্গত, ১০ ডিসেম্বর, বৃহস্পতিবার নিজের টুইটার ও ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে পড়ুয়া, অভিভাবক ও শিক্ষকদেকর সঙ্গে একটি লাইভ আলোচনায় বসেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক (Ramesh Pokhriyal Nishank)। সেখানে পড়ুয়াদের ‘একগুচ্ছ’ প্রশ্নের বদলে ‘একগুচ্ছ’ আশ্বাস দেন তিনি। সেই কনফারেন্সে পরীক্ষার নির্দিষ্ট দিনক্ষণও জানাতে পারেননি শিক্ষামন্ত্রী(Ramesh Pokhriyal Nishank)। বরং, প্রয়োজনে পরীক্ষার দিন পিছোতে পারে এমনই ‘ধুয়ো’ দিয়েছিলেন তিনি।আজ সেই জল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত নির্দেশিকা জারি করল কেন্দ্র।