NDA Meeting: বিরোধীদের টেক্কা দিতে বৈঠকে বসতে চলেছে এনডিএ, থাকতে পারেন মোদী: সূত্র

NDA: আগামী ১৮ জুলাই এনডিএ-র বৈঠকে ২০২৪-এর লোকসভা ভোটের রণকৌশল স্থির করা হবে। আবার এনডিএ জোট ছেড়ে বেরিয়ে যাওয়া দলগুলি সেদিনের বৈঠকেই পুনরায় জোটে ফিরতে পারে।

NDA Meeting: বিরোধীদের টেক্কা দিতে বৈঠকে বসতে চলেছে এনডিএ, থাকতে পারেন মোদী: সূত্র
এনডিএ-র বৈঠকে থাকতে পারেন প্রধানমন্ত্রী মোদী ও বিজেপি সভাপতি নাড্ডা।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2023 | 8:03 PM

নয়া দিল্লি: পাখির চোখ ২০২৪ লোকসভা নির্বাচন। লোকসভা ভোটে জিততে মরিয়া অবিজেপি দলগুলি বিরোধী-জোট গড়ে তোলার কাজ শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে বসে নেই বিজেপিও। ঘরে-বাইরে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে গেরুয়া শিবির (BJP)। চলতি মাসে যখন বিরোধীরা জোট-ঐক্য গড়ে তুলতে বেঙ্গালুরুতে বৈঠকে বসতে চলেছে অবিজেপি দলগুলি, ঠিক তখনই নয়া দিল্লিতে বৈঠকে বসছে NDA শিবির। সেই বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা (J.P Nadda) ছাড়াও স্বয়ং নরেন্দ্র মোদী (PM Narendra Modi) উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর।

সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে আগামী ১৮ জুলাই বৈঠকে বসতে চলেছে এনডিএ শিবির। দিল্লির অশোকা হোটেলে সেই বৈঠক হতে পারে। মূলত, ২৪-এর লোকসভা নির্বাচনের রণকৌশল স্থির করতেই বিজেপির তরফে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা ছাড়াও স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর। এছাড়া সুখবীর সিং বাদল, চিরাগ পাসওয়ান, টিডিপি দলের প্রতিনিধিরও থাকার সম্ভাবনা রয়েছে।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ১৮ জুলাই এনডিএ-র বৈঠকে ২০২৪-এর লোকসভা ভোটের রণকৌশল স্থির করা হবে। আবার এনডিএ জোট ছেড়ে বেরিয়ে যাওয়া দলগুলি সেদিনের বৈঠকেই পুনরায় জোটে ফিরতে পারে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে। এই দলগুলির মধ্যে রয়েছে শিরোমনি আকালি দল, টিডিপি ও লোক জনশক্তি পার্টি। যদিও বিজেপির তরফে এই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।