Nirmala Sitharaman: ‘ভারতীয় অর্থনীতির অগ্রগতিতে অনেকে ঈর্ষান্বিত’, কংগ্রেসের নাম না করে খোঁচা অর্থমন্ত্রীর

Nirmala Sitharaman: সংসদে ডলারের নিরিখে টাকার দামের পতন নিয়ে কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়। তার জবাব নির্মলা সীতারমন পাল্টা বলেন, 'ভারতীয় অর্থনীতির অগ্রগতি নিয়ে অনেকে ঈর্ষান্বিত'।

Nirmala Sitharaman: 'ভারতীয় অর্থনীতির অগ্রগতিতে অনেকে ঈর্ষান্বিত', কংগ্রেসের নাম না করে খোঁচা অর্থমন্ত্রীর
ছবি সৌজন্যে: সংসদ টিভি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2022 | 4:28 PM

নয়া দিল্লি: গত ৭ ডিসেম্বর থেকেই সংসদের শীতকালীন অধিবেশন (Winter Session of Parliament) শুরু হয়েছে। দু’দিনের সাপ্তাহিক বিরতির পর সোমবার ফের শুরু হয়েছে সংসদের দুই কক্ষের অধিবেশন। এদিন সংসদে ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার পতন নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। সেই প্রশ্নের জবাব তিনি আক্ষেপের সুরে বলেন, ‘দেশের ক্রমবর্ধমান অর্থনীতি নিয়ে সংসদে কিছু ব্য়ক্তির খুব ঈর্ষা হয়।’

তিনি এদিন সংসদে দাঁড়িয়ে আরও বলেন, ‘ভারতের অর্থনীতি খুব দ্রুত বেড়ে যাচ্ছে। তবে বিরোধীদের এই নিয়ে কোনও সমস্যা রয়েছে। ভারতের বৃদ্ধি ও উন্নতি নিয়ে সকলের গর্ব করা উচিত। কিন্তু অনেকেই এই বিষয়টি নিয়ে ঠাট্টা করছেন।’ এদিন সংসদে কংগ্রেস সাংসদ অনুমুলা রেভান্থ রেড্ডি প্রশ্ন তোলেন,সরকার আদৌ নজর দিয়েছে যে দিন দিন ভারতীয় মুদ্রা আরও দুর্বল হয়ে পড়ছে। তিনি এও বলেন, ‘এই প্রথম এক ডলারের দাম ছুঁয়েছে ৮৩ টাকা।’ আর ভারতীয় মুদ্রার এই পতন রুখতে কেন্দ্রের তরফে কী পদক্ষেপ করা হয়েছে তা জানতে চাওয়া হয়। তবে শুধুমাত্র এই প্রশ্নতেই থেমে থাকেননি তিনি। মনমোহন সিংয়ের সরকারকে উদ্দেশ্য করে ২০১৩ সালে মোদীর বক্তব্যের প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় সরকারের উপর তোপ দাগেন রেড্ডি।

উল্লেখ্য, ২০১৩ সালে নাম না করে তৎকালীন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে তোপ দেগে মোদী টুইট করেছিলেন। সেই টুইটে তিনি লিখেছিলেন, ‘আজ ভারতীয় মুদ্রা আইসিইউতে রয়েছে। আমি জানি না তামিল নাগরিকরা এই ব্য়ক্তিকে কেন দিল্লি পাঠিয়েছেন।’ রেড্ডি এদিন বলেছেন, এবার ভারতীয় মুদ্রাকে আইসিইউ থেকে ঘরে ফেরানোর কোনও পরিকল্পনা রয়েছে সরকারের। এই প্রশ্নের জবাবে সীতারমন বলেন, ‘সব দেশের মুদ্রার তুলনায় ভারতীয় মুদ্রা শক্তিশালী রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহার করে বাজারে ডলারও টাকার দামের ওঠানামা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।’