‘নো সিগন্যাল’, পরীক্ষা দিতে রোজ পাহাড় ভাঙেন পড়ুয়ারা

একাধিক সংগঠনের দাবি, পাহাড়ে বসে আর কতদিন! পড়ুয়াদের জন্য কিছু একটা ব্যবস্থা হোক।

'নো সিগন্যাল', পরীক্ষা দিতে রোজ পাহাড় ভাঙেন পড়ুয়ারা
রোজ পাহাড়ের চড়াই
Follow Us:
| Updated on: Jun 08, 2021 | 8:13 AM

আইজল: করোনা (COVID 19) আবহে বন্ধ স্কুল-কলেজ। পড়া থেকে পরীক্ষা সবটাই অনলাইনে। এই অবস্থায় ইন্টারনেট কানেকশন না থাকলে শিরে সংক্রান্তি। মিজোরামের মাহেরি গ্রামের সেই হাল। দ্রুত ইন্টারনেটের ব্যবস্থা নেই সেখানে। তাই সেমিস্টার পরীক্ষা দিতে রোজ পাহাড়ের চূড়ায় উঠতে হচ্ছে পড়ুয়াদের। মিজোরাম বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা নিচ্ছে। পরীক্ষা না দিয়ে উপায় নেই, সার্টিফিকেট মিলবে না। তাই পাহাড় ভাঙা পরিশ্রম করেও পরীক্ষা দিচ্ছেন পড়ুয়ারা।

পাহাড়ে একটা বাঁশের তৈরি ছোট্ট ঘর আছে। পরিবর্তিত আবহওয়ায়ও সেখানেই বসে পরীক্ষা দেন পড়ুয়ারা। মিজোরাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেএল ভাবেইহ্রুয়াসা জানান, মাহেরি পাহাড়ে ঘেরা একটি গ্রাম। তাই সেখানে ইন্টারনেট সংযোগ অত্যন্ত দুর্বল। দেশ যখন ৫জি পরিষেবার প্রস্তুতি নিচ্ছে, তখন মিজোরামের এই গ্রামে কোনওক্রমে চলে ২জি।

ছাত্রদের কল্যাণের জন্য একাধিক সংগঠনের দাবি, পাহাড়ে বসে আর কতদিন! পড়ুয়াদের জন্য কিছু একটা ব্যবস্থা হোক। ইন্টারনেট সংযোগ দ্রুত ঠিক করার দাবি উঠছে গোটা গ্রামে। উল্লেখ্য, গত বছর লকডাউন থেকে দেশে খোলেনি কোনও শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইনে পড়াশোনা ও পরীক্ষা হয়েছে। করোনার চরম প্রভাব পড়েছে শিক্ষাব্যবস্থায়। বিগত ১ বছরেরও বেশি সময় ধরে স্কুলমুখো হয়নি দেশের তরুণ প্রজন্ম।

আরও পড়ুন: নেশায় ঢুলতে ঢুলতে ছাদনাতলায় বর, বিয়ে ভাঙলেন কনে