Noida: ‘গোপনাঙ্গ কেটে খাইয়ে দেব’! নিরাপত্তারক্ষীকে অশ্লীল আক্রমণ, গ্রেফতার মহিলা আইনজীবী

Noida Woman: অশ্লীল ভাষায় কর্তব্যরত এক নিরাপত্তারক্ষীকে এক মহিলা আইনজীবীর কটূক্তি করার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর, রবিবার (২১ অগস্ট) তাকে আটক করল নয়ডা পুলিশ।

Noida: 'গোপনাঙ্গ কেটে খাইয়ে দেব'! নিরাপত্তারক্ষীকে অশ্লীল আক্রমণ, গ্রেফতার মহিলা আইনজীবী
এ কী ভাষা, তীব্র নিন্দা নেট দুনিয়ায়
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2022 | 6:31 PM

নয়া দিল্লি: “তোর যোগ্যতা কী? তোর গোপনাঙ্গ কেটে তোকে খাইয়ে দেব।” এরকমই অশ্লীল ভাষায় এক কর্তব্যরত নিরাপত্তারক্ষীকে কটূক্তি করতে দেখা গেল এক মহিলাকে। আরও এমন এমন শব্দ তিনি প্রয়োগ করেছেন, তা লেখার যোগ্যই নয়। সূত্রের খবর ওই নিরাপত্তারক্ষী সোসাইটির গেট খুলতে দেরি করাতেই বিরক্ত হয়ে এই কুৎসিত ব্যবহার করেন তিনি। ঘটনাটি ঘটেছে নয়ডা সেক্টর ১২৮-এর জেপি উইশ টাউন সোসাইটিতে। অভিজাত আবাসিক কমপ্লেক্সের ওই ঘটনার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর, রবিবার (২১ অগস্ট) নয়ডা পুলিশ ওই মহিলাকে আটক করেছে।

সূত্রের খবর, ওই মহিলার নাম ভাবা রায়। পেশায় তিনি একজন আইনজীবী। জানা গিয়েছে, শনিবার রাতে সোসাইটির ভিতরেই ওই আইনজীবী অত্যন্ত জোরে গাড়ি চালিয়ে এসেছিলেন সোসাইটির প্রবেশদ্বারে। জোরে গাড়ি চালানোর জন্য তার গাড়ি থামিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। এই নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। ওই মহিলা সেই সময় মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। এরপরই নিরাপত্তারক্ষীদের ওই অশ্লীল ভাষায় আক্রমণ করেন ভাবা রায়। শুধু তাই নয়, নিরাপত্তারক্ষীদের শারীরিকভাবেও নিগ্রহ করেন তিনি, এমনটাই অভিযোগ। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, নিরাপত্তারক্ষীটি বেশ কিছুক্ষণ শান্ত ছিলেন। কিছু সময় পর তিনিও মেজাজ হারিয়ে তাঁর আই-কার্ড ফেলে দিয়ে বলেন, “এই কাজ আমি আর করব না।”

ওই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনদের মধ্য়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই ওই মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ভাবা রায়ের আচরণকে অনেকেই হাই-প্রোফাইল শ্রীকান্ত ত্যাগী মামলার সঙ্গে তুলনা করেছেন। বহিষ্কৃত বিজেপি নেতাকে একইভাবে এক মহিলাকে গালিগালাজ ও হেনস্থা করতে দেখা গিয়েছিল। ভাবা রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নয়ডা পুলিশকে ওই মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতি মালিওয়ালও। তিনি বলেছেন, “এই মহিলা প্রকাশ্যে এই নিরাপত্তারক্ষীকে গালিগালাজ করছেন এবং তার সঙ্গে গুন্ডামি করছেন। এটা কী ধরনের অশ্লীলতা? এই মহিলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।”

এরপরই রবিবার ওই মহিলাকে গ্রেফতার করেছে নয়ডা পুলিশ। তারা জানিয়েছে, “নয়ডার জেপি উইশ টাউন সোসাইটির এক মহিলাকে, নিরাপত্তা কর্মীদের গালিগালাজ করার ভিডিয়োর ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এই বিষয়ে তদন্ত চলছে।” সংবাদ সংস্থা এএনআই-কে নয়ডার ডিএম সুহাস এল ইয়াথিরাজ বলেছেন, “এই বিষয়ে ইতিমধ্যেই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।” এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, ওই মহিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ (সম্প্রীতির ক্ষতি), ৩২৩ (ইচ্ছাকৃতভাবে আঘাত করা), ৫০৪ (জনসাধারণের শান্তি ভঙ্গ), এবং ৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) ধারায় মামলা করা হয়েছে।