‘নওয়াজ শরিফের সঙ্গে দেখা করতে গিয়েছি নাকি..’

মঙ্গলবার মোদীর (Narendra Modi) সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thakrey)।

'নওয়াজ শরিফের সঙ্গে দেখা করতে গিয়েছি নাকি..'
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jun 08, 2021 | 6:25 PM

মুম্বই: শিব সেনা আর বিজেপির সম্পর্কে চড়াই-উতরাই এসেছে বারবার। কখনও শিব সেনা থেকেছে বিজেপির শরিক হিসেবে, আবার কখনও হাত ছেড়েছে বিজেপির। তাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ঠাকরের বৈঠক ঘিরে ফের নতুন করে তৈরি হয়েছে জল্পনা। যদিও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের দাবি, বৈঠক অনেকটাই অ-রাজনৈতিক। আর মোদীর সঙ্গে সম্পর্ক? উদ্ধব ঠাকরের দাবি, তিনি কোনও নওয়াজ শরিফের সঙ্গে দেখা করতে যাননি। রাজনৈতিক দূরত্ব থাকলেও ব্যক্তিগত সম্পর্ক যে এখনও মজবুত, সে কথা উল্লেখ করেছেন তিনি।

মহারাষ্ট্রের বিধানসভা ভোটের আগে থেকেই বিজেপির সঙ্গে সম্পর্কে চিড় ধরতে শুরু করেছিল শিবসেনার। কিন্তু তাতে নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে কোনও প্রভাব পড়েনি, এমনই দাবি করেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। মঙ্গলবার দুই নেতার মধ্যে বৈঠক হয়। তাই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। দু’জনের মধ্যে মারাঠা সংরক্ষণ নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে।

আজ দিল্লিতে বৈঠক করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তাঁর সঙ্গে ছিলেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং মন্ত্রিসভার সদস্য অশোক চবন। বিজেপির সঙ্গে শিবসেনার এই প্রবল বিরোধের মাঝে উদ্ধব ঠাকরের সঙ্গে মোদীর সাক্ষাৎ নিয়ে বিপুল জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। মূলত ভ্যাকসিন নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন উদ্ধব। বৈঠকের পর উদ্ধব ঠাকরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে কিন্তু ব্যক্তিগত সম্পর্কে চিড় ধরেনি। তাঁর কথায়, ‘আমি নওয়াজ শরিফের সঙ্গে দেখা করতে যাই নি।’

আরও পড়ুন: ‘এনআরসি করতে হবে রাজ্যে’, শাহের ‘ক্রোনোলজি’ এ বার শুভেন্দুর কণ্ঠে

উদ্ধবের এই মন্তব্যের পরেই জল্পনার পারদ আরও চড়েছে। এগিয়ে আসছে ২০২৪-র লোকসভা ভোট। তার আগে কী ফের সম্পর্ক ঝালিয়ে নিতে চাইছে শিবসেনা-বিজেপি? সেই প্রশ্নই সামনে আসছে। বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে জোট করে লড়তে রাজি হয়নি শিবসেনা। একক লড়াইয়ে নেমেছিল। তাতে সাফল্যও আসে। কিন্তু নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা মেলেনি। এই সুযোগের ব্যবহার করে তড়িঘড়ি রাষ্ট্রপতি শাসন জারি করে বিজেপি সরকার গড়ে ফেলে। কিন্তু আস্থাভোটে জিততে পারেনি বিজেপি। তার আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইল্তফা দেন বিজেপির মুখ্যমন্ত্রী। শেষে এনসিপি এবং কংগ্রেসের সমর্থন নিয়ে মহারাষ্ট্রে সরকার গড়ে শিবসেনা।