Opposition Alliance: ‘ইন্ডিয়া’ নাম নিয়ে বেগড়বাই নীতীশের, কী ট্যাগলাইন হল বিরোধী জোটের?

I.N.D.I.A: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই ইন্ডিয়া নামটির প্রস্তাব দিয়েছিলেন। অরবিন্দ কেজরীবাল থেকে শুরু করে উদ্ধব ঠাকরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে সায় জানান। শেষে রাহুল গান্ধীও ইন্ডিয়া নামেই সম্মতি জানান।

Opposition Alliance: 'ইন্ডিয়া' নাম নিয়ে বেগড়বাই নীতীশের, কী ট্যাগলাইন হল বিরোধী জোটের?
বিরোধী জোটের মঞ্চে রাহুল-মমতা।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2023 | 1:45 PM

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আগেই একজোট বিরোধীরা। মঙ্গলবারই ২৬টি বিজেপি বিরোধী দল বেঙ্গালুরুতে একজোট হয়েছিল। সেই বৈঠকেই বিরোধীদের জোটে যেমন সিলমোহর পড়ে, তেমনই জোটের নামও স্থির করা হয়। ২৬টি বিরোধী দলের জোটের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স (Indian National Development Inclusive Alliance), যা সংক্ষেপে ‘ইন্ডিয়া’ (I.N.D.I.A) হিসাবেই পরিচিত হবে। জোটের নামকরণের পর এবার বিরোধী জোটের স্লোগানও স্থির করা হল। ‘জিতেগা ভারত’ (Jitega Bharat)- এটাই ট্যাগলাইন স্থির করা হয়েছে বিরোধী জোটের জন্য। ইতিমধ্যেই বিভিন্ন বিরোধী দলের নেতারা এই ট্যাগলাইন লিখে পোস্ট করাও শুরু করেছেন।

জানা গিয়েছে, মঙ্গলবারের বৈঠকেই জোটের নামের সঙ্গে ট্যাগলাইনও স্থির করা হয়েছিল। বৈঠক শেষে জোটের নাম ঘোষণা করা হলেও, ট্যাগলাইনের উল্লেখ করা হয়নি। শেষে রাতে সিলমোহর পড়ে ট্যাগলাইনে। সূত্রের খবর, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে)-র প্রধান উদ্ধব ঠাকরেই হিন্দি ট্যাগলাইন দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

সূত্র মারফত আরও জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই ইন্ডিয়া নামটির প্রস্তাব দিয়েছিলেন। সোমবার বিরোধীদের যে নৈশভোজ ছিল, তার শুরুতেই বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি এনডিএ-র বিরুদ্ধে লড়াইয়ে বিরোধী জোটের নাম ইন্ডিয়া রাখার প্রস্তাব দেন। অরবিন্দ কেজরীবাল থেকে শুরু করে উদ্ধব ঠাকরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে সায় জানান। শেষে রাহুল গান্ধীও ইন্ডিয়া নামেই সম্মতি জানান।

তবে ইন্ডিয়া নাম নিয়ে কিছুটা আপত্তি ছিল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। তাঁর বক্তব্য ছিল, এনডিএ ও ইন্ডিয়া দুটি শব্দ প্রায় একই শোনাচ্ছে। পরে এক নেতা নীতীশ কুমারকে বোঝান যে মাঝে ‘আই’ অক্ষর রয়েছে। তারপরে তিনি নিমরাজি হন। জানা গিয়েছে, বিহারের মুখ্যমন্ত্রী “ইন্ডিয়া মেইন ফ্রন্ট” ও “ইন্ডিয়া মেইন অ্যালায়েন্স” নাম প্রস্তাব করেছিলেন বিরোধী জোটের জন্য। বাম নেতারাও ইন্ডিয়ার বদলে “সেভ ইন্ডিয়া অ্যালায়েন্স” বা “উই ফর ইন্ডিয়া” নাম হোক জোটের, এমনটাই চেয়েছিলেন।