Rahul Gandhi: বিরোধী বৈঠকে লিট্টি চোখা খেয়ে মোহিত রাহুল গান্ধী

বিজেপিকে ২০২৪ সালের ভোটে পরাস্ত করতে এক জোট হতে চায় দেশের অধিকাংশ বিরোধী দল। সেই লক্ষ্যে শুক্রবার পটনায় বৈঠকে বসেছিল ১৫টি বিরোধী দল। সেখানেই বিহারের বিভিন্ন জনপ্রিয় পদের আয়োজন করেছিলেন নীতীশ কুমার। সেই খাবার খেয়েই তৃপ্তি গোপন করেননি রাহুল।

Rahul Gandhi: বিরোধী বৈঠকে লিট্টি চোখা খেয়ে মোহিত রাহুল গান্ধী
লিট্টি খেয়ে মোহিত রাহুল
Follow Us:
| Edited By: | Updated on: Jun 24, 2023 | 12:02 AM

পটনা: বিহারের লিট্টি চোখার প্রশংসায় পঞ্চমুখ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিরোধী বৈঠকে উপস্থিত হয়ে মধ্যাহ্নভোজে বিহারের বিভিন্ন পদ চেখে দেখেছেন রাহুল। তার পরই এই প্রশংসা শোনা গিয়েছে তাঁর মুখে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, “বিহারের সমস্ত খাবার খেলাম। নীতীশজি বিহারের সমস্ত খাবারের আয়োজন করেছেন। খুব ভাল হয়েছে। এই প্রথমবার বিহারের সব খাবারের স্বাদ পেলাম।”

বিজেপিকে ২০২৪ সালের ভোটে পরাস্ত করতে এক জোট হতে চায় দেশের অধিকাংশ বিরোধী দল। সেই লক্ষ্যে শুক্রবার পটনায় বৈঠকে বসেছিল ১৫টি বিরোধী দল। সেখানেই বিহারের বিভিন্ন জনপ্রিয় পদের আয়োজন করেছিলেন নীতীশ কুমার। সেই খাবার খেয়েই তৃপ্তি গোপন করেননি রাহুল। বিশেষ করে লিট্টি চোখা ও গুলাব জামুনের উল্লেখ করেছেন রাহুল।

জানা গিয়েছে, বিরোধী বৈঠক হিসাবে নীতীশের আয়োজিত মধ্যাহ্নভোজে ছিল লিট্টি চোখা, গুলাব জামুন, জিলাপি, বিভিন্ন রকম সরবত। এ ছাড়াও ছিল মাখন ক্ষীর, খাজা, লাড্ডুর মতো পদও। বিহার ও উত্তর প্রদেশে জনপ্রিয় খাবার লিট্টি চোখা মনে ধরেছে কংগ্রেস নেতার রাহুলেরও।