Terrorist Infiltration: সীমান্ত দিয়ে জঙ্গি ঢুকিয়ে কাশ্মীরের শান্তি নষ্টের চেষ্টা চালাচ্ছে পাকিস্তান, বললেন সেনাকর্তা
জঙ্গি অনুপ্রবেশ ও তাতে পাকিস্তানের ভূমিকা নিয়ে বুধবার বিস্ফোরক মন্তব্য করলেন নদার্ন আর্মি কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারাল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, জম্ম ও কাশ্মীরের শান্তি বিঘ্নিত করতে নিয়ন্ত্রণরেখা বরাবর দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ করাচ্ছে পাকিস্তান।
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় গত কয়েক দিন ধরেই জঙ্গিদমন অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। মঙ্গলবারই রাজৌরিতে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে এক সেনা জওয়ান ও এক জঙ্গির মৃত্যু হয়েছে। ওই অভিযানে এক পুলিশ কুকুরও প্রাণ হারিয়েছে। অন্যদিকে বুধবার অনন্তনাগের কোকেরনাগ এলাকায় জঙ্গিদের গুলিতে দুই সেনা অফিসার ও এক পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে জঙ্গি অনুপ্রবেশ ও তাতে পাকিস্তানের ভূমিকা নিয়ে বুধবার বিস্ফোরক মন্তব্য করলেন নদার্ন আর্মি কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারাল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, জম্ম ও কাশ্মীরের শান্তি বিঘ্নিত করতে নিয়ন্ত্রণরেখা বরাবর দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ করাচ্ছে পাকিস্তান।
নর্থ টেক সিমপোসিয়াম ২০২৩ অনুষ্ঠান শেষের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নর্দান আর্মি কম্যান্ডার বলেন, “সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে জম্মু ও কাশ্মীরের শান্তি নষ্টের পুরনো খেলা আবার শুরু করেছে পাকিস্তান। যে সময় জম্মু ও কাশ্মীর রেকর্ড সংখ্যক, ২.২৫ কোটি পর্যটককে স্বাগত জানাচ্ছে, তখন উপত্যকার শান্তি বিঘ্নিত করতে চাইছে পাকিস্তান।”
এর পাশাপাশি রাজৌরি ও অনন্তনাগ নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন ভারতীয় সেনার ওই উচ্চপদস্থ কর্তা। রাজৌরির নারলা এলাকায় দুই জঙ্গির মৃত্যু হয়েছে বুধবার। মঙ্গলবার সেখানে অপর এক জঙ্গিকে নিকেশ করেন জওয়ানরা। এর পাশাপাশি এক জওয়ান ও সেনার কুকুর কেন্টের মৃত্যু হয়েছে রাজৌরিতে। অন্য দিকে বুধবার অনন্তনাগে দুই সেনা অফিসার ও এক পুলিশ অফিসার, মোট তিন জন অফিসারের মৃত্যু হয়েছে। সেখানে এখনও অভিযান চলছে। জঙ্গি ঢুকিয়ে কাশ্মীরের শান্তিভঙ্গের যে চেষ্টা পাকিস্তান করছে তা ব্যর্থ করতে সজাগ ভারতীয় সেনার জওয়ানরা।