Parliament Special Session: সংসদের ৭৫ বছরের যাত্রা, চার-চারটি গুরুত্বপূর্ণ বিল; বিশেষ অধিবেশনের অ্যাজেন্ডা প্রকাশ করল কেন্দ্র
Parliament Special Session: বুধবার (১৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে লোকসভা এবং রাজ্যসভায় দুটি করে গুরুত্বপূর্ণ বিল পেশ করা হবে। এর মধ্যে অন্যতম হল প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিল।
নয়াদিল্লি: অবশেষে সংসদের বিশেষ অধিবেশনের অ্যাজেন্ডা বা আলোচ্য বিষয় প্রকাশ করল কেন্দ্র। ১৮ তারিখ থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। বুধবার (১৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে লোকসভা এবং রাজ্যসভায় দুটি করে গুরুত্বপূর্ণ বিল পেশ করা হবে। এর মধ্যে অন্যতম হল প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিল।
এই বিলটি ছাড়াও অ্যাডভোকেটস (সংশোধনী) বিল, ২০২৩, দ্য প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অব পিরিওডিকালস বিল, ২০২৩ এবং পোস্ট অফিস বিল, ২০২৩ পেশ করা হবে। সংসদীয় বুলেটিন অনুসারে বিশেষ অধিবেশনের প্রথম দিন, অর্থাৎ, ১৮ সেপ্টেম্বর লোকসভায় ৭৫ বছরের সংসদীয় যাত্রার বিষয়ে আলোচনা হবে। একেবারে গণ পরিষদ অর্থাৎ সংবিধান সভা থেকে শুরু করে আজ পর্যন্ত সংসদের সাফল্য, অভিজ্ঞতা, স্মৃতি এবং শিক্ষা নিয়ে আলোচনা হবে।
এদিনই সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী, বিশেষ অধিবেশন শুরুর ঠিক আগের দিন, ১৭ সেপ্টেম্বর সব দলের সংসদীয় নেতাদের নিয়ে এক বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে এই অ্যাজেন্ডা নিয়ে আলোচনা হবে। বিরোধীদের সঙ্গে ঐক্যমতে আসার চেষ্টা করবে সরকার। এর আগে, সরকার বিশেষ অধিবেশনের অ্যাজেন্ডা প্রকাশ করছে না বলে অভিযোগ করেছিল বিরোধীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা খোলা চিঠিতে বিষয়টি নিয়ে অভিযোগ জানান কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। এদিনও সর্বদল বৈঠকের আহ্বান জানানোর পরও বিরোধী শিবির থেকে, আসন্ন বিশেষ অধিবেশনের অ্যাজেন্ডা শুধুমাত্র নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জানেন বলে কটাক্ষ করা হয়।