Gujarat: নববর্ষের আগে ২৬/১১-র কায়দায় হামলার ছক? ধরা পড়ল পাকিস্তানি নৌকো

Pakistani Boat Seized by Indian Coast Guard: বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাগুলি, কেজি কেজি মাদক নিয়ে ভারতীয় জলসীমায় ধরা পড়ল পাকিস্তানি মাঝ ধরা নৌকো।

Gujarat: নববর্ষের আগে ২৬/১১-র কায়দায় হামলার ছক? ধরা পড়ল পাকিস্তানি নৌকো
নববর্ষের আগেই কি ছিল বড় হাংলার ছক?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2022 | 7:30 PM

আহমেদাবাদ: বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাগুলি সেই সঙ্গে ৪০ কেজি মাদক। বাজারে যার দাম ৩০০ কোটি টাকার বেশি। এই সব নিয়েই ভারতীয় জলসীমার মধ্যে ঢুকে পড়েছিল একটি পাকিস্তানি মাঝ ধরার নৌকো। সোমবার (২৬ ডিসেম্বর) গুজরাট পুলিশের সন্ত্রাস বিরোধী শাখার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ১০ ব্যক্তি-সহ পাকিস্তানি নৌকাটিকে আটক করল ভারতীয় উপকূল রক্ষা বাহিনী। বিশদ তদন্তের জন্য ‘আল সাহেলি’ নামে নৌকাটি এবং ওই ১০ জনকে গুজরাটের ওখায় নিয়ে আসা হয়েছে। উপকূল রক্ষী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, “নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫-২৬ ডিসেম্বর রাতে অভিযান চালানো হয়েছিল। পাকিস্তানের জলসীমার কাছে মোতায়েন করা হয়েছিল উপকূলরক্ষী বাহিনীর জাহাজ, আইসিজিএস অরিঞ্জয়কে। উপকূল রক্ষীবাহিনীর দলটি আল সাহেলি নামে পাকিস্তানি মাছ ধরা নৌকোকে আটকেছিল। নৌকোটি থেকে অস্ত্রশস্ত্র, গোলাগুলি এবং ৩০০ কোটি টাকা মূল্যের ৪০ কেজি মাদক বাজেয়াপ্ত করা হয়েছে।”