সংসদের কর্মীদের জন্য সুখবর, অত্যন্ত কম দামে মিলবে দেশি-বিদেশি ব্র্যান্ডের কাপড়

নয়া দিল্লি: সংসদ ভবনের কর্মীদের জন্য সুখবর। অবিশ্বাস্য কম দামে পোশাক বা পোশাকের ‘মেটিরিয়াল’ তাঁদের। রাজ্যসভা, লোকসভায় কর্মীদের আলাদা আলাদা পোশাক রয়েছে। সেই ড্রেস কোড মেনেই পোশাক কেনা যাবে কম দামে। সংসদ চত্বরে তৈরি হয়েছে বিশেষ বিপণী। সচিবালয় থেকে ৫০টি আইটেম বিক্রির জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শার্ট, ট্রাউজার, স্যুট, মার্শালের জন্য ইউনিফর্মের কাপড় […]

সংসদের কর্মীদের জন্য সুখবর, অত্যন্ত কম দামে মিলবে দেশি-বিদেশি ব্র্যান্ডের কাপড়
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 25, 2021 | 11:15 PM

নয়া দিল্লি: সংসদ ভবনের কর্মীদের জন্য সুখবর। অবিশ্বাস্য কম দামে পোশাক বা পোশাকের ‘মেটিরিয়াল’ তাঁদের। রাজ্যসভা, লোকসভায় কর্মীদের আলাদা আলাদা পোশাক রয়েছে। সেই ড্রেস কোড মেনেই পোশাক কেনা যাবে কম দামে। সংসদ চত্বরে তৈরি হয়েছে বিশেষ বিপণী।

সচিবালয় থেকে ৫০টি আইটেম বিক্রির জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শার্ট, ট্রাউজার, স্যুট, মার্শালের জন্য ইউনিফর্মের কাপড় প্রতি মিটারে মাত্র ৪৯ টাকা দামে পাওয়া যাচ্ছে। ব্র্যান্ডের কাপড় থেকে মোজা সবই পাওয়া যাচ্ছে সস্তায়। অফ-সিজন সেলের থেকেও আকর্ষণীয় দামে পাওয়া যাচ্ছে কাপড়। বেশিরভাগ ব্র্যান্ডেড আইটেম রেমন্ডস, রিড, টেলর, ময়ূর এবং ভিমালের কাপড় পাওয়া যাচ্ছে।

প্রতি মিটারে ৩২ টাকায় পাওয়া যাচ্ছে গ্রীষ্মের ইউনিফর্মের জন্য রেমন্ড কাপড়। সাংবাদিকদের ইউনিফর্মগুলির জন্য স্টিপার ছাড় সহ ১৭ টি আইটেম পাওয়া যাচ্ছে।

একটি চামড়ার জ্যাকেট ১৬০০ টাকায় পাওয়া যাচ্ছে। ড্রাইভার এবং পরিচারকদের জন্য একজোড়া চামড়ার জুতা ৫২০ টাকায় কেনা যাবে। প্রোটোকল বিভাগের আধিকারিকদের জুতা, যারা ভিভিআইপি অতিথি এবং আন্তর্জাতিক সেমিনারগুলি পরিচালনা করে, তাদের জন্য নির্ধারণ করা হয়েছে ১২০০ টাকা। মহিলা আধিকারিকেরা একটি নির্দিষ্ট প্যাটার্নযুক্ত শাড়ি পরে, অন্যদিকে পুরুষেরা বিভিন্ন ধরণের সাফারি স্যুট পরতে পারেন। শীতকালে, পুরুষ এবং মহিলাদের ব্লেজার এবং বোতামযুক্ত পোশাক পরতে হয় ।