PM Kisan: ফেব্রুয়ারির ১ তারিখ কৃষকদের বড় খবর শোনাবে কেন্দ্র? এক ঘোষণায় অ্যাকাউন্টে ঢুকতে পারে দ্বিগুণ টাকা

PM Kisan: পিএম কিষাণ যোজনায় এখনও পর্যন্ত ১৮টি কিস্তির টাকা পেয়েছেন কৃষকরা। চারমাস অন্তর তিন কিস্তিতে টাকা পান। ১৮টি কিস্তিতে দেশের কৃষকদের অ্যাকাউন্টে ৩.৪৫ লক্ষ কোটি টাকা ঢুকেছে।

PM Kisan: ফেব্রুয়ারির ১ তারিখ কৃষকদের বড় খবর শোনাবে কেন্দ্র? এক ঘোষণায় অ্যাকাউন্টে ঢুকতে পারে দ্বিগুণ টাকা
ফাইল ফোটো
Follow Us:
| Updated on: Jan 08, 2025 | 9:13 PM

নয়াদিল্লি: বাজেট অধিবেশনে পিএম কিষাণ যোজনা নিয়ে কৃষকদের সুখবর শোনাতে পারে কেন্দ্র। পিএম কিষাণ যোজনায় এখন বছরে ৬ হাজার টাকা পান কৃষকরা। সেই আর্থিক সাহায্যের পরিমাণ দ্বিগুণ করা হতে পারে। ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর এই বাজেটেই পিএম কিষাণ যোজনায় কৃষকদের বছরে ১২ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হতে পারে।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। ২০১৯ সালে অন্তর্বর্তী বাজেট পেশের সময় এই যোজনার কথা ঘোষণা করেন তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গয়াল। দেশের সমস্ত ছোট ও প্রান্তিক কৃষকদের আর্থিক সাহায্য করে এই যোজনা চালু করে কেন্দ্র। কারও নামে ২ হেক্টরের কম কৃষিজমি থাকলে এই যোজনায় কেন্দ্রীয় সাহায্য পাওয়া যায়।

পিএম কিষাণ যোজনায় এখনও পর্যন্ত ১৮টি কিস্তির টাকা পেয়েছেন কৃষকরা। চারমাস অন্তর তিন কিস্তিতে টাকা পান। দেশের কৃষকরা ১৮তম কিস্তির টাকা পেয়েছিলেন মহারাষ্ট্র নির্বাচনের আগে। তারপর প্রায় তিনমাস কাটতে চলেছে। পরবর্তী কিস্তির টাকা কবে পাওয়া যাবে, কেন্দ্রের তরফে তা নিয়ে কোনও ঘোষণা করা হয়নি। ১৮টি কিস্তিতে দেশের কৃষকদের অ্যাকাউন্টে ৩.৪৫ লক্ষ কোটি টাকা ঢুকেছে।

এই খবরটিও পড়ুন

পিএম কিষাণ যোজনায় আর্থিক সাহায্য দ্বিগুণ করার জন্য কিছুদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে আবেদন জানিয়েছিলেন কৃষকরা। এমনকি, কৃষি কল্যাণ মন্ত্রক সংক্রান্ত সংসদের স্থায়ী কমিটিও পিএম কিষাণ যোজনায় বছরে কৃষকদের ১২ হাজার টাকা দেওয়ার সুপারিশ করেছে। এখন দেখার সেই সুপারিশ মেনে কৃষকদের পিএম কিষাণ যোজনায় বছরে ১২ হাজার টাকা দেওয়ার কথা নির্মলা সীতারমণ ঘোষণা করেন কি না।