Video: হিমাচলে গিয়ে ভোট ভুলে ফটোগ্রাফার মোদী! উঁকি দিল অনেক স্মৃতি

PM Modi at Himachal": শুক্রবার (২৪ মে), নির্বাচনী প্রচারে হিমাচল প্রদেশে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবেই বিরোধীদের নিশানা করেন তিনি। তবে, হিমাচল থেকে ফেরার পথে, এই রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ না হয়ে পারেনি প্রধানমন্ত্রী।

Video: হিমাচলে গিয়ে ভোট ভুলে ফটোগ্রাফার মোদী! উঁকি দিল অনেক স্মৃতি
হিমাচলে ফটোগ্রাফার মোদীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: May 24, 2024 | 8:09 PM

সিমলা: হিমাচল প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা গোটা বিশ্ব জানে। তবে ইদানিং, হিমাচল প্রদেশের হাওয়া বেশ গরম। তাপমাত্রার পারদ যেমন চড়ছে, তেমনই পাল্লা দিয়ে চড়ছে রাজনীতির উত্তাপ। লোকসভা নির্বাচন তো আছেই, সঙ্গে রয়েছে বিধানসভা উপনির্বাচনও। এরই মধ্যে, শুক্রবার (২৪ মে), নির্বাচনী প্রচারে হিমাচল প্রদেশে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবেই বিরোধীদের নিশানা করেন তিনি। তবে, হিমাচল থেকে ফেরার পথে, এই রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ না হয়ে পারেনি প্রধানমন্ত্রী। সেই সৌন্দর্য ক্যামেরায় বন্দী করেন তিনি।

বহু সময়ে প্রধানমন্ত্রী মোদী হিমাচল প্রদেশকে নিজের দ্বিতীয় বাড়ি বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী পদে বসার আগে থেকেই হিমাচল প্রদেশে নিয়মিত পা পড়েছে তাঁর। এদিন, এই রাজ্যের নাহান এবং মান্ডিতে দু-দুটি জনসভা করেন তিনি। পুরোপুরি রাজনৈতিক ভূমিকাতেই ছিলেন। কিন্তু, হিমাচল প্রদেশের নৈসর্গিক সৌন্দর্য যেন তাঁর গা থেকে রাজনীতিবিদের পোশাকটা খুলে নেয়। লোকসভা নির্বাচনের রাজনৈতিক উত্তাপের মধ্যেই পাহাড়ি রাজ্যে এদিন প্রধানমন্ত্রী ফিরে যান তাঁর এক পুরোনো ভূমিকায়। হাতে তুলে নেন ক্যামেরা।

হিমাচল প্রদেশের পাহাড় এবং উপত্যকার মনোরম দৃশ্য ক্যামেরা বন্দী করতে দেখা গিয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের একটি ভিডিয়ো শেয়ারও করেছেন মোদী। তাতে দেখা যাচ্ছে, ডিজিটাল ক্যামেরায় টেলিফোটো লেন্স লাগিয়ে, পাহাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে পাহাড়ি উপত্যকার ছবি তুলছেন প্রধানমন্ত্রী মোদি। সঙ্গের ক্যাপশনে তিনি লিখেছেন, “মনোরম হিমাচল প্রদেশ! ব্যস্ত নির্বাচনী প্রচারের মধ্যে, আমি এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের কিছু ছবি ক্যামেরা বন্দি করা থেকে নিজেকে আটকাতে পারিনি। হিমাচলে এসে আমার এখানে এর আগের বেশ কিছু সফরের স্মৃতি ফিরে এসেছে। এই রাজ্যের সঙ্গে আমার বন্ধন খুব শক্তিশালী।”