PM Modi: বারাণসীতে দুগ্ধ প্রক্রিয়াকরণ প্ল্যান্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী
Amul's Dairy Plant: দুগ্ধ প্রক্রিয়াকরণ প্ল্যান্টের উদ্বোধনের পর সেখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। প্ল্যান্টের বিভিন্ন জায়গা ঘুরেও দেখেছেন তিনি। প্ল্যান্টের বিভিন্ন যন্ত্রাংশও প্রধানমন্ত্রীকে ঘুরিয়ে দেখান সেখানকার কর্মীরা। এই অনুষ্ঠানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ছিলেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে।
বারাণসী: উত্তর প্রদেশের বারাণসীতে শুক্রবার দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের নির্বাচনী ক্ষেত্রে আমুলের বানস কাশী সঙ্কুল মিল্ক প্রসেসিং ইউনিটের সূচনা করলেন তিনি। এটি হবে বারাণসীতে আমুলের সর্ববৃহৎ প্ল্যান্ট। বারাণসীর কারখিয়ন এলাকায় এই দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। ২০২১ সালের ডিসেম্বর মাসেই এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী।
দুগ্ধ প্রক্রিয়াকরণ প্ল্যান্টের উদ্বোধনের পর সেখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। প্ল্যান্টের বিভিন্ন জায়গা ঘুরেও দেখেছেন তিনি। প্ল্যান্টের বিভিন্ন যন্ত্রাংশও প্রধানমন্ত্রীকে ঘুরিয়ে দেখান সেখানকার কর্মীরা। এই অনুষ্ঠানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ছিলেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে।
প্ল্যান্ট উদ্বোধনের পাশাপাশি বারাণসীতে একটি জনসভাতেও অংশ নেন প্রধানমন্ত্রী। সেই জনসভা থেকে ১৩ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। বারাণসীতে পর্যটন এবং আধ্যাত্মিক পর্যটন নিয়েও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। এর আগে সন্ত রবিদাসের ৬৪৭ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন।
মোদীর বারাণসী সফর ঘিরে সেখানকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ‘হর হর মোদী, ঘর ঘর মোদী’ স্লোগানে সকাল থেকেই মুখরিত ছিল বারাণসীর পথঘাট। বারাণসী কেন্দ্রে থেকেই লোকসভায় লড়াই করেন মোদী। প্রধানমন্ত্রী তথা স্থানীয় সাংসদকে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি বারাণসীবাসী।