PM Modi Plogging in ITPO Tunnel : কুড়িয়ে নিলেন পড়ে থাকা বোতল, ‘স্বচ্ছ ভারত’ রূপায়ণে ময়দানে খোদ প্রধানমন্ত্রী

PM Modi : রবিবার নয়া দিল্লির প্রগতি ময়দানের ট্রানসিট করিডরের উদ্বেধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তাঁকে এই নতুন টানেল ঘুরতে ঘুরতে পড়ে থাকা বোতল, আবর্জনা নিজে হাতে তুলতে দেখা গেল।

PM Modi Plogging in ITPO Tunnel : কুড়িয়ে নিলেন পড়ে থাকা বোতল, 'স্বচ্ছ ভারত' রূপায়ণে ময়দানে খোদ প্রধানমন্ত্রী
পড়ে থাকা বোতল কুড়িয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Follow Us:
| Edited By: | Updated on: Jun 19, 2022 | 6:13 PM

নয়া দিল্লি : রবিবার অন্য মেজাজে দেখা গেল দেশের প্রধানমন্ত্রীকে। এদিন নরেন্দ্র মোদী নয়া দিল্লিতে প্রগতি ময়দান ট্রানসিট করিডর প্রকল্পের উদ্বোধন করেন। এর পাশাপাশি পাঁচটি ভূর্গভস্থ পথেরও সূচনা করেন। এই অনুষ্ঠানে যোগ দিয়েই মোদীর এক কাজ নজর কাড়ল সবার। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করেছে সেই ভিডিয়ো।

কেন্দ্রে ক্ষমতায় আসার পরেই ২০১৪ সালে ‘স্বচ্ছ ভারত অভিযান’-র সূচনা করেছিল মোদী সরকার। দেশের বিভিন্ন রাস্তা-ঘাটে স্বচ্ছতা বজায় রাখার বার্তা শোনা গিয়েছিল মোদীর কণ্ঠে। এবার রাস্তা-ঘাটের স্বচ্ছতা যাতে বজায় থাকে তার জন্য নিজেই রাস্তায় পড়ে থাকা আবর্জনা তুলে নিলেন মোদী। প্রগতি ময়দানে টানেলের উদ্বোধনে সংবাদ সংস্থার ক্যামেরাতে এই ছবিই ধরা পড়েছে। সংবাদ সংস্থা এএনআই-র শেয়ার করা সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, টানেলে হেঁটে যাচ্ছেন মোদী। এবং রাস্তায় পড়ে থাকা আবর্জনা কুড়িয়ে নিচ্ছেন। পড়ে থাকা প্লাস্টিকের বোতলও ঝুঁকে পড়ে তুলে নিচ্ছেন তিনি। ইতিমধ্য়েই মোদীর আবর্জনা কুড়োনোর সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।

এর আগেও ২০১৯ সালে তামিলনাড়ুর মামাল্লাপুরমের একটি সমুদ্র সৈকতেও মোদীকে এই ভূমিকায় দেখা গিয়েছিল। সেইসময় মোদী নিজে টুইট করে তাঁর এই ‘অভিযানের’ কথা জানিয়েছিলেন। তখনও তাঁর কণ্ঠে স্বচ্ছতার সওয়াল শোনা গিয়েছিল। তিনি টুইটে লিখেছিলেন, ‘মামাল্লাপুরমের কাছে একটি সমুদ্র সৈকতে আবর্জনা কুড়োচ্ছি। ৩০ মিনিট ধরে এই কাজ করা হয়েছে। আসুন নিশ্চিত করি যে আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রয়েছে। এটাও নিশ্চিত করা হোক যে আমরা সুস্থ, সবল থাকতে পারি।’