PM Modi in Assam: সপ্তাহান্তে অসমে প্রধানমন্ত্রী, জাতির উদ্দেশে উৎসর্গ করবেন এইমস গুয়াহাটি

PM Modi in Assam: শুক্রবার অসম সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এইমস গুয়াহাটির (AIIMS ) পাশাপাশি আরও তিনটি মেডিক্যাল কলেজ জাতির উদ্দেশ্যে উরসর্গ করবেন তিনি।

PM Modi in Assam: সপ্তাহান্তে অসমে প্রধানমন্ত্রী, জাতির উদ্দেশে উৎসর্গ করবেন এইমস গুয়াহাটি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 12, 2023 | 9:18 PM

নয়া দিল্লি: ১৪ এপ্রিল, শুক্রবার অসম সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রথমে তিনি গুয়াহাটিতে এইমস গুয়াহাটির (AIIMS ) নবনির্মিত ক্যাম্পাস পরিদর্শন করবেন। এছাড়া, তিনি ‘অসম অ্যাডভান্সড হেলথকেয়ার ইনোভেশন ইনস্টিটিউট’ (AAHII)-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া, অসমে ‘আপকে দ্বার আয়ুষ্মান’ প্রচারেরও সূচনা করবেন। এই প্রকল্পের আওতায় আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY) কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী মোদী। প্রদানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে, শুধু অসম নয়, সমগ্র উত্তর-পূর্ব ভারতের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এইমস গুয়াহাটি। উত্তর-পূর্বাঞ্চলের মানুষ এই হাসপাতালে বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা পাবেন। ১১২০ কোটি টাকা ব্যয়ে এই অত্যাধুনিক হাসপাতাল তৈরি করা হয়েছে। এই হাসপাতালে ৩০টি আয়ুশ শয্যা রয়েছে, অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় এই শয্যাগুলি পাওয়া যায়। এছাড়া আরও ৭৫০টি শয্যা রয়েছে এই হাসপাতালে। প্রতি বছর ১০০ জন করে এমবিবিএস শিক্ষার্থী এই হাসপাতালে ডাক্তারি পড়ার সুযোগ পাবেন।

এইমস গুয়াহাটি ছাড়াও অসম থেকে আরও তিনটি মেডিক্যাল কলেজ জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। নলবাড়িতে নলবাড়ি মেডিকেল কলেজ, নওগাঁওয়ে নওগাঁও মেডিকেল কলেজ এবং কোকরাঝাড়ে কোকরাঝাড় মেডিকেল কলেজ। এই তিনটি মেডিক্যাল কলেজ তৈরি করতে খরচ হয়েছে যথাক্রমে ৬১৫ কোটি, ৬০০ কোটি এবং ৫৩৫ কোটি টাকা। প্রতিটি মেডিকেল কলেজে আউটডোর এবং ইনডোর পরিষেবা, জরুরী পরিষেবা, আইসিইউ, অপারেশন থিয়েটার এবং ডায়াগনস্টিক পরিষেবা-সহ ৫০০টি করে শয্যা রয়েছে। প্রতিটি মেডিকেল কলেজে প্রতি বছর ১০০ জন করে এমবিবিএস ছাত্র ডাক্তারি পড়ার সুযোগ পাবেন।

সফরে প্রতীকী হিসেবে প্রধানমন্ত্রী মোদী তিনজনকে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ড বিতরণ করবেন। পরে রাজ্যের সমস্ত জেলায় প্রায় ১.১ কোটি কার্ড বিতরণ করা হবে। একই সঙ্গে নির্মাণ হয়ে গেলে উত্তর পূর্বের স্বাস্থ্য় পরিষেবায় বড় ভূমিকা নেবে ‘অসম অ্যাডভান্সড হেলথকেয়ার ইনোভেশন ইনস্টিটিউট’ও। প্রদানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে, এই ইনস্টিউট এমনভাবে তৈরি করা হবে, যাতে ‘নিজস্ব সমস্যার জন্য নিজস্ব সমাধান’ পাওয়া যায়। প্রায় ৫৪৬ কোটি টাকা ব্যয়ে এই প্রতিষ্ঠান নির্মাণ করা হবে। এই প্রতিষ্ঠান ওষুধ ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আধুনিক উদ্ভাবনী আবিষ্কার এবং গবেষণা ও উন্নয়নের কাজ সহজতর করবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, স্বাস্থ্য সম্পর্কিত দেশের সমস্যাগুলি শনাক্ত করে, সেই সমস্যাগুলি সমাধানের জন্য নতুন প্রযুক্তির বিকাশ ঘটানোর লক্ষ্যে কাজ করবে।