PM Narendra Modi on Films: শাহরুখের ‘পাঠান’-এ বিকিনি বিতর্কের পরই বিজেপি নেতাদের সতর্কবার্তা মোদীর, কী বললেন তিনি?
PM Narendra Modi Warns BJP Leaders: সম্প্রতি 'পাঠান' সিনেমা ও তার গান 'বেশরম রং' নিয়ে যে বিতর্ক ও বয়কট ট্রেন্ড শুরু হয়েছে, তা নিয়েই উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। বেশ কিছু বিজেপি নেতা ওই গানে দীপিকা পাডুকোনের গেরুয়া বিকিনি পরা নিয়ে আপত্তি তুলেছেন।
নয়া দিল্লি: বলিউডের উপরে যেন ফাঁড়া চলছে। একদিকে যেখানে দক্ষিণী সিনেমার জয়জয়কার বিশ্বমঞ্চে, সেখানেই বয়কটের মুখে পড়ছে বলিউড (Bollywood)। একের পর এক হিন্দি সিনেমাকে বয়কটের ডাক দিচ্ছেন জনসাধারণের একাংশ। এই তালিকায় সাম্প্রতিক সংযোজন হল ‘পাঠান’ (Pathaan)। বলিউডের বাদশা শাহরুখ খানের এই সিনেমার প্রথম গান ‘বেশরম রং’ মুক্তি পেতেই বিতর্ক শুরু হয়। সিনেমার অভিনেত্রী দীপিকা পাডুকোনের একটি বিকিনি দৃশ্য নিয়ে আপত্তি করা হয়। জায়গায় জায়গায় এই দৃশ্য বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভও শুরু হয়। বিতর্কে রং লাগে রাজনীতিরও। গেরুয়া রঙের বিকিনি পরার কারণে ক্ষমা চাইতে হবে, এমন দাবি জানান বেশ কয়েকজন বিজেপি নেতা (BJP Leaders)। এখনও জারি ‘পাঠান’ বয়কটের ডাক। এই পরিস্থিতিতেই এবার মুখ খুললেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মঙ্গলবার বিজেপির জাতীয় কার্যনির্বাহী বৈঠকে দলীয় নেতাদের সিনেমা নিয়ে ‘অহেতুক ও অপ্রয়োজনীয় মন্তব্য’ করা থেকে বিরত থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী মোদী। এমনটাই সূত্রের খবর।
গত ১৬ ও ১৭ জানুয়ারি- দুই দিনের জন্য নয়া দিল্লিতে বিজেপির কার্যনির্বাহী বৈঠক বসেছিল। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রচারের রোডম্যাপ থেকে শুরু করে দলীয় কর্মীদের মনোবল জোগানো হয় এই বৈঠকে। মঙ্গলবার, বৈঠকের শেষদিনে প্রধানমন্ত্রী মোদী সম্প্রতিই সিনেমা নিয়ে বিতর্ক ও সেই বিতর্কে বিজেপি নেতাদের সামিল হওয়া নিয়ে সতর্ক করেন। সূত্রের খবর, এ দিন প্রধানমন্ত্রী বিজেপি নেতাদের সতর্ক করে বলেন, “কিছু সিনেমা নিয়ে কয়েকজন এমন মন্তব্য় করেন, যা সারাদিন টিভি ও সংবাদমাধ্যমে দেখানো হয়। এই ধরনের অপ্রয়োজনীয় মন্তব্য করা থেকে বিরত থাকুন।”
রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, সম্প্রতি ‘পাঠান’ সিনেমা ও তার গান ‘বেশরম রং’ নিয়ে যে বিতর্ক ও বয়কট ট্রেন্ড শুরু হয়েছে, তা নিয়েই উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। বেশ কিছু বিজেপি নেতা ওই গানে দীপিকা পাডুকোনের গেরুয়া বিকিনি পরা নিয়ে আপত্তি তুলেছেন। মহারাষ্ট্রের বিজেপি নেতা রাম কদমের দাবি, গেরুয়া বিকিনি পরিয়ে ‘সস্তার প্রচার’ করার চেষ্টা করেছেন সিনেমার নির্মাতারা। হিন্দুত্বের ভাবমূর্তি বা মনোভাবকে আঘাত করে এমন কোনও সিনেমা মহারাষ্ট্রে দেখাতে দেওয়া হবে না বলেও হুমকি দেন তিনি। অন্যদিকে, মধ্য় প্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্রও দাবি করেন, যদি ওই আপত্তিকর দৃশ্য বাদ না দেওয়া হয়, তবে রাজ্যে পাঠান সিনেমাকে মুক্তি পেতে দেওয়া হবে না।