PM Narendra Modi: ‘মণিপুর হৃদয়ের অংশ’, বিরোধীদের অনাস্থা প্রস্তাবের পাল্টা জবাব মোদীর
Manipur issue: মণিপুরে শান্তি ফিরিয়ে আনার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "মণিপুর আমার হৃদয়ের অংশ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, মণিপুরের মানুষ, এই রাজ্য আবার উন্নয়নের পথে হাঁটবে। আমরা একসঙ্গে এই কঠিন সময়ের মোকাবিলা করব এবং শান্তি ফিরিয়ে আনব।"
নয়া দিল্লি: বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের জবাবে অবশেষে মণিপুর নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও বক্তৃত্বা শুরু করার দেড় ঘণ্টা পর বিরোধী-শূন্য লোকসভায় এপ্রসঙ্গে মুখ খোলেন তিনি। বিরোধী-শূন্য হলেও লোকসভায় দাঁড়িয়ে মণিপুরে মহিলাদের উপর অত্যাচারের কথা স্বীকার করে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে মণিপুর (Manipur) তাঁর ‘হৃদয়ের টুকরো’ জানিয়ে পুনরায় শান্তি ও উন্নয়ন ফিরে আসার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)।
মণিপুরে গত কয়েক মাস ধরে চলা হিংসা, মহিলাদের উপর হওয়া অত্যাচারের কথা স্বীকার করে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে বলেন, “মণিপুরে মহিলাদের উপর অত্যাচার হয়েছে।” তবে দোষীরা শাস্তি পাবে আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, “কেন্দ্র-রাজ্য মিলে অপরাধীদের শাস্তি দেবে।” মণিপুরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এদিন বিশেষ কিছু প্রধানমন্ত্রীর বক্তৃত্বায় শোনা যায়নি। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতির প্রসঙ্গ টেনে আনেন। বলেন, “মণিপুর নিয়ে গতকাল অমিত শাহ বিস্তারিত বলেছেন। আস্থার বার্তা দিতে চেয়েছেন।” তবে মণিপুরে ফের শান্তি ও উন্নয়ন ফিরে আসার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “মণিপুরে ফের শান্তির সূর্যোদয় হবে। আবার উন্নয়নের পথে হাঁটবে মণিপুর। সমগ্র ভারতের মানুষ মণিপুরের সঙ্গে রয়েছে।”
মণিপুর ইস্যুতে বুধবার, অনাস্থা প্রস্তাব আলোচনার দ্বিতীয় দিনে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী বিদেশে গেলেও একবারও মণিপুরে যাননি এবং মণিপুরকে ভাগ করা হয়েছে বলে তোপ দাগেন রাহুল। এপ্রসঙ্গে ভারতমাতাকে হত্যা করা হয়েছে বলেও মন্তব্য করেন কংগ্রেস সাংসদ। যদিও তাঁর এই মন্তব্য সংসদীয় ভাষণ থেকে ছেঁটে দেওয়া হয়েছে। তবে এদিন রাহুল গান্ধীর এই সমস্ত মন্তব্যের পাল্টা জবাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মণিপুরে শান্তি ফিরিয়ে আনার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মণিপুর আমার হৃদয়ের অংশ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, মণিপুরের মানুষ, এই রাজ্য আবার উন্নয়নের পথে হাঁটবে। আমরা একসঙ্গে এই কঠিন সময়ের মোকাবিলা করব এবং শান্তি ফিরিয়ে আনব।” একইসঙ্গে রাহুলের ‘ভারতমাতার হত্যা’ মন্তব্যের তীব্র নিন্দা করে কংগ্রেসকে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, “ভারতমাতাকে তিন টুকরো করে দিয়েছে। বন্দে মা তরম গানকেও টুকরো করেছে। তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন। ভারতকে টুকরো করা কংগ্রেসের ইতিহাস রয়েছে।” এপ্রসঙ্গে ১৯৬৬ সালে মিজোরামের উপর বায়ুসেনার হামলার ঘটনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসের দীর্ঘ শাসনকালে মণিপুর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তোপ দাগেন তিনি।
প্রসঙ্গত, মণিপুর ইস্যুতেই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধীরা। কিন্তু, এদিন জবাবি ভাষণে দেড় ঘণ্টা পর প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে বক্তব্য রাখেন। বলা যায়, বিরোধীরা সংসদ ওয়াকআউট করার পরই মণিপুর ইস্যুতে মুখ খোলেন প্রধানমন্ত্রী। তবে মণিপুর নিয়ে মাত্র এক-দেড় মিনিট বক্তব্য রাখেন তিনি। যা নিয়ে পাল্টা খোঁচা দিয়েছে কংগ্রেস।