PM Narendra Modi: আমরা বিপর্যয় আটকাতে পারব না, ক্ষয়ক্ষতির পরিমাণ ঠেকাতে পারি: মোদী

জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে শহর-গ্রাম নির্মাণ করতে হবে। স্থানীয় প্রশাসনিক স্তর থেকে পরিকল্পনা করা দরকার।

PM Narendra Modi: আমরা বিপর্যয় আটকাতে পারব না, ক্ষয়ক্ষতির পরিমাণ ঠেকাতে পারি: মোদী
এনপিডিআরআর-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি সৌজন্য: এএনআই।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 10, 2023 | 7:55 PM

নয়া দিল্লি: বিপর্যয় ও যে কোনও বিপর্যয়ের ক্ষয়ক্ষতি ঠেকাতে জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থার গোটা সিস্টেমকে মজবুত করতে হবে। শুক্রবার ‘বিপর্যয় ঝুঁকি হ্রাসের জাতীয় প্ল্যাটফর্ম’ (NPDRR)-এর তৃতীয় অধিবেশনের উদ্বোধনে এসে এমনই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুধু তাই নয়, বিপর্যয় ঠেকাতে ভবিষ্যতের কথা ভেবে হাসপাতাল, বাড়ি, রাস্তা তৈরির পরিকল্পনা করতে হবে এবং উন্নত প্রযুক্তির ব্যবহার করতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

এদিন নয়া দিল্লিতে বিপর্যয় ঝুঁকি হ্রাসের জাতীয় প্ল্যাটফর্ম (NPDRR)-এর তৃতীয় অধিবেশনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আমরা বিপর্যয় আটকাতে পারব না, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠেকাতে পারি। এব্যাপারে সক্রিয় হতে হবে। জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে শহর-গ্রাম নির্মাণ করতে হবে। স্থানীয় প্রশাসনিক স্তর থেকে পরিকল্পনা করা দরকার। উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে।”

জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থাকে মজবুত করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, “ভবিষ্যতে কী হতে পারে সেই আশঙ্কা আগাম খতিয়ে দেখা উচিত এবং সেই আশঙ্কা যাতে কম করা যায়, সেটা দেখা উচিত। সেজন্য সিস্টেমকে সংশোধন করতে হবে। এর জন্য শর্ট টার্ম নয়, লং টার্ম ভাবনার প্রয়োজন।” এপ্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, “পরম্পরা ও প্রযুক্তি আমাদের শক্তি। এই দুইয়ের সমন্বয়ে আমরা অনেক ভাল মডেল তৈরি করতে পারি। এমন গেজেট আবিষ্কার করতে হবে যেটা আগাম সতর্কতা জানাতে পারবে। বিশ্বের বিভিন্ন জায়গায় এই ধরনের নতুন প্রযুক্তি আবিষ্কৃত হচ্ছে। সেটা আমাদেরও ভাবতে হবে। এর জন্য আলোচনা-চর্চা জরুরি। তাহলেই নতুন রাস্তা খুলবে।” এপ্রসঙ্গে প্রশাসনের প্রতি নরেন্দ্র মোদীর পরামর্শ, “রিকগনিশন ও রিফর্ম মজবুত করতে হবে। ডাটা ব্যাঙ্ক করতে হবে। অর্থাৎ রিয়েল টাইম রেডিস্ট্রেশন মনিটরিং বাড়াতে হবে। কোন ঘরের কী অবস্থা, রাস্তা, গলির কী অবস্থা তা খতিয়ে দেখতে হবে। পানীয় জল, বিদ্যুৎ সংযোগ বাড়ানোর প্রয়োজন আছে কি না, বর্তমান কী পরিস্থিতি এবং ভবিষ্যতের জন্য এটা চলবে কি না তা খতিয়ে দেখতে হবে। ডাটা ব্যাঙ্ক করতে হবে। যত বেশি খবর আমাদের হাতের কাছে থাকবে, তত সক্রিয়ভাবে কাজ করা যাবে। বর্তমানে প্রযুক্তিকে ভবিষ্যতের প্রযুক্তির সঙ্গে জুড়লেই বিপর্যয় ঠেকানো যায়।”

বর্তমানে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী শুধু দেশ নয়, দেশের বাইরেও অসাধারণ কাজ করছে বলে প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভাল কাজের জন্য ওড়িশা রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও মিজোরাম রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে বিশেষ পুরস্কার দিয়েও সম্মান জানান। প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে স্থানীয় বাসিন্দারাও যদিও সক্রিয় হয়, তাহলে অনেক বিপর্যয় ঠেকানো যায় বলে দাবি প্রধানমন্ত্রীর। তাই স্বনির্ভর মহিলা গোষ্ঠীকে জঙ্গলের আগুন নেভানো সহ স্থানীয় স্বেচ্ছাসেবী গোষ্ঠীগুলিকে বিভিন্ন ধরনের বিপর্যয় মোকাবিলা প্রশিক্ষণ দেওয়ারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।