‘হ্যালো ফ্রম দ্য মেলোডি…’, নেটপাড়ায় ঝড় তুলল মোদী-মেলোনির ছবি-ভিডিয়ো
PM Modi-Italy PM Georgia Meloni: মোদী+মেলোনি, দুয়ে মিলে তৈরি মেলোডি। নেটিজ়েনদের দেওয়া এই নাম মনে ধরেছে প্রধানমন্ত্রী মোদী ও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির। নিজেরাও যখন ছবি পোস্ট করেন, হ্যাশট্যাগে তাই লেখেন মেলোডি।
নয়া দিল্লি: মেলোডি বলতে কী বোঝেন? সূরের আক্ষরিক ইংরেজি অর্থ হল মেলোডি। তবে এখন সোশ্য়াল মিডিয়া কাঁপাচ্ছে অন্য মেলোডি। কে এই মেলোডি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। জি৭ সামিটে তাদের সাক্ষাৎ ও সেলফিই আপাতত নেটপাড়ায় ঝড় তুলেছে।
মোদী+মেলোনি, দুয়ে মিলে তৈরি মেলোডি। নেটিজ়েনদের দেওয়া এই নাম মনে ধরেছে প্রধানমন্ত্রী মোদী ও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির। নিজেরাও যখন ছবি পোস্ট করেন, হ্যাশট্যাগে তাই লেখেন মেলোডি। এবার জি৭ সামিটেও তাঁরা মুখোমুখি হয়েছিলেন। সামিট শেষের আগে প্রধানমন্ত্রী মোদী ও ইটালির প্রধানমন্ত্রী সেলফি তোলেন এবং ভিডিয়ো রেকর্ড করেন। সেই ছবি-ভিডিয়োই এখন ভাইরাল।
Hi friends, from #Melodi pic.twitter.com/OslCnWlB86
— Giorgia Meloni (@GiorgiaMeloni) June 15, 2024
সেলফিতে দেখা গিয়েছে, হাসিমুখে প্রধানমন্ত্রী মোদী ও ইটালির প্রধানমন্ত্রী দাঁড়িয়ে রয়েছেন। অন্যদিকে, ভিডিয়োয় ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বলতে শোনা যায়, “হ্যালো ফ্রম দ্য মেলোডি টিম”।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই পোস্টটির রিপ্লাইয়ে লিখেছেন, ভারত-ইটালির বন্ধুত্ব দীর্ঘজীবী হোক।
Long live India-Italy friendship! 🇮🇳 🇮🇹 https://t.co/vtOv8lfO51
— Narendra Modi (@narendramodi) June 15, 2024
প্রসঙ্গত, গত বছর প্রধানমন্ত্রী মোদী ও জর্জিয়া মেলোনি দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন। সেই সময়ই তাঁরা একটি সেলফি পোস্ট করেন। ছবির ক্যাপশনে লেখা ছিল, “COP28-এ দুই ভাল বন্ধু। #মেলোডি”। এরপর থেকেই আরও ভাইরাল এই জুটি।
Good friends at COP28.#Melodi pic.twitter.com/g0W6R0RJJo
— Giorgia Meloni (@GiorgiaMeloni) December 1, 2023
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পর ইটালিতেই প্রথম সফরে গেলেন নরেন্দ্র মোদী। জি৭ সামিটে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। শুক্রবার জি৭ সামিটে যোগ দেওয়ার পাশাপাশি ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্সের প্রধানমন্ত্রী ইম্যানুয়েল ম্যাক্রঁর সঙ্গেও বৈঠক করেন তিনি।
An important G7 Summit, where I presented India’s perspective at the world stage. Here are highlights. pic.twitter.com/amU77yJ79Z
— Narendra Modi (@narendramodi) June 15, 2024