Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WITT 2025: সরকার করের প্রতিটি পয়সার হিসাব রাখে: মোদী

টিভি৯ নেটওয়ার্কের সকল দর্শকদের প্রতি শুভেচ্ছা জানান তিনি। নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী মোদী দেশের অর্থনীতি, নিয়ম-কানুন, যুবসমাজ, ব্যবসায়ী, ভারতের চিন্তাভাবনা, বিশ্বে ভারতের ভূমিকা সব কিছু সম্পর্কে নিজের দৃষ্টি ভঙ্গী তুলে ধরেন।

WITT 2025: সরকার করের প্রতিটি পয়সার হিসাব রাখে: মোদী
Follow Us:
| Updated on: Mar 28, 2025 | 8:04 PM

শুভ সূচনা হয়ে গেল টিভি৯ নেটওয়ার্ক আয়োজিত হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে ২০২৫-এর। টিভি৯ এই শীর্ষ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান মাই হোমস গ্রুপের চেয়ারম্যান ডঃ রামেশ্বর রাও। টিভি৯ নেটওয়ার্কের ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-এর তৃতীয় সংস্করণের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর কথায় উঠে আসে টিভি৯ নেটওয়ার্কের প্রথা ভেঙে নতুন কিছু করার প্রচেষ্টার কথাও।

টিভি৯ নেটওয়ার্কের সকল দর্শকদের প্রতি শুভেচ্ছা জানান তিনি। নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী মোদী দেশের অর্থনীতি, নিয়ম-কানুন, যুবসমাজ, ব্যবসায়ী, ভারতের চিন্তাভাবনা, বিশ্বে ভারতের ভূমিকা সব কিছু সম্পর্কে নিজের দৃষ্টি ভঙ্গী তুলে ধরেন।

‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’র মঞ্চে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী মোদীর কথায় উঠে আসে ভারতের অগ্রগতির জন্য দীর্ঘ দিনের পুরনো আইনে নিয়ে আসা পরিবর্তনের কথাও। তিনি বলেন, “আমাদের সরকার নিয়ম কমিয়ে জনগণের জন্য কাজ সহজ করে তুলেছে। আগে প্রায় ১৫০০টি আইন ছিল, যা সময়ের সঙ্গে সঙ্গে গুরুত্ব হারিয়ে ফেলেছিল। আমাদের সরকার সেই আইন বাতিল করেছে।” মোদী জানান এই ধরণের পদক্ষেপের দুটি সুবিধা রয়েছে। প্রথমত, জনগণ নিপীড়ন থেকে মুক্তি পেয়েছে এবং দ্বিতীয়ত, সরকারি যন্ত্রপাতির শক্তিও সাশ্রয় হয়েছে।

জিএসটি নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “শুধু এটাই নয়, আরেকটি উদাহরণ হল জিএসটি। আজ ৩০টিরও বেশি করকে একত্রিত করে একটি করের রূপ দেওয়া হয়েছে। যদি আমরা প্রক্রিয়া নথির দৃষ্টিকোণ থেকে এটি দেখি, তাহলে বোঝা যাবে কতটা সাশ্রয় হয়েছে। আগে সরকারি ক্রয়ে প্রচুর অপচয় হত। এত দুর্নীতি হয়েছিল। এই মিডিয়ার লোকেরা প্রতিদিন রিপোর্ট করত। এখন মানুষ এ থেকে স্বস্তি পেয়েছে।”

ভারতের ডিবিটি ব্যবস্থার কথাও বলেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত যে ডিবিটি ব্যবস্থা তৈরি করেছে, বিশ্ব তার প্রশংসা করছে। ডিবিটির কারণে, করদাতাদের ৩ লক্ষ কোটি টাকা ভুল হাতে পড়া থেকে রক্ষা পেয়েছে। ১০ কোটিরও বেশি ভুয়ো সুবিধাভোগী, যারা জন্মগ্রহণ করেননি এবং সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করছিলেন, আমরা কাগজপত্র থেকে এই ধরনের ভুয়ো নাম মুছে ফেলেছি।

প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমাদের সরকার করের প্রতিটি পয়সার হিসাব রাখে এবং করদাতাদেরও সম্মান করে। সরকার কর ব্যবস্থাকে করবান্ধব করে তুলেছে। আজ আইটিআর দাখিলের প্রক্রিয়া আগের চেয়ে সহজ এবং দ্রুত। আগে সিএ-এর সাহায্য ছাড়া আইটিআর দাখিল করা কঠিন ছিল। আজ আপনি কয়েক মিনিটের মধ্যেই ITR ফাইল করতে পারবেন।”