PM Narendra Modi: স্বচ্ছ ভারত থেকে উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রীর চোখে ১০ বছরে ভারত বদলাল যেভাবে
WITT 2025: প্রধানমন্ত্রী মোদী বলেন, "একবিংশ শতাব্দীর ২৫ বছর কেটে গিয়েছে। এর মধ্যে ১১ বছর আমাদের সরকার দেশের সেবা করেছে। অতীতে কী হয়েছে, তা-ও দেখতে হবে। তবেই জানবেন ভারত কীভাবে আত্মনির্ভরতার পথে এগোল।"

নয়া দিল্লি: বিগত ১০ বছরে কতটা বদলাল ভারত? কতটা বদলেছে দেশের নাগরিকদের জীবন, তা-ই তুলে ধরলেন প্রধানমন্ত্রী। হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে কনক্লেভে কেন্দ্রীয় সরকারের উন্নয়ন প্রকল্প এবং সাধারণ মানুষের জীবনে তার প্রভাব নিয়েই আলোচনা করেন তিনি।
প্রধানমন্ত্রী মোদী বলেন, “একবিংশ শতাব্দীর ২৫ বছর কেটে গিয়েছে। এর মধ্যে ১১ বছর আমাদের সরকার দেশের সেবা করেছে। অতীতে কী হয়েছে, তা-ও দেখতে হবে। তবেই টিভি৯-র দর্শকরা জানবেন ভারত কীভাবে আত্মনির্ভরতার পথে এগোল। মনে করুন, এক দশক আগে গ্রামে যখন শৈচালয়ের কথা উঠত, তখন গ্রামের মা-বোনেদের কাছে রাতে ও ভোরবেলা ছাড়া কোনও উত্তর ছিল না, আজ সেই উত্তর মেলে স্বচ্ছ ভারত অভিযান থেকে। ২০১৩ সালের আগে চিকিৎসা ব্যয়বহুল ছিল, আজ তার উত্তর হল আয়ুষ্মান ভারত।”
তিনি আরও বলেন, “২০১৩ সালে গরিবের রান্নাঘর বললে ধোঁয়া আর উনুনের ছবি আসত, আজ তারই সমাধান হল উজ্জ্বলা যোজনা। মহিলাদের কাছে ব্যাঙ্কের অ্যাকাউন্ট জানতে চাইলে তারা চুপ থাকতেন। আজ জনধন যোজনার কারণে ৩০ কোটি বোনের নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে। ২০১৩ সালেও জলের জন্য কুয়ো বা পুকুরে যেতে হত। আজ তার সমাধান হল হর ঘর নল যোজনা। মানুষের জীবন বদলাচ্ছে। বিশ্বও এটার নোট রাখছে। ভারতের উন্নয়ন মডেলকে গ্রহণ করছে।”
প্রসঙ্গত, উজ্জ্বলা যোজনা মূলত বিপিএল কার্ডধারীদের জন্য। এই যোজনার অধীনে সরকার গরিব মানুষদের গ্যাসের সংযোগ ও সিলিন্ডার দিয়েছে। ২০১৬ সালের ১ মে থেকে এই প্রকল্প শুরু হয়েছিস। এখন পর্যন্ত ১০ কোটি মহিলা উজ্জ্বলা যোজনার সুবিধা পেয়েছেন।
অন্যদিকে, আয়ুষ্মান ভারত যোজনা ভারত সরকারের একটি প্রধান স্বাস্থ্য প্রকল্প, যা দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারগুলিকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য চালু করা হয়েছিল। এটিকে “প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা” (PMJAY)ও বলা হয়। এই প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয় এবং ১০ কোটিরও বেশি পরিবার এই প্রকল্পের সুবিধা পাচ্ছে।





