Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: ৩০ কোটিরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ১০ বছরে কীভাবে বদললাল ব্যাঙ্কিং পরিষেবা, বললেন মোদী

WITT 2025: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “যখন কোনও দেশ নিজেদের নাগরিকদের সুবিধা ও সময়কে গুরুত্ব দেয়, তখন দেশের সময়ও বদলায়। আগে পাসপোর্ট বানানো কত জটিল ছিল, ছোট শহরের লোকজনদের বড় শহরে আসতে হত। এখন পরিস্থিতি বদলেছে।"

PM Narendra Modi: ৩০ কোটিরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ১০ বছরে কীভাবে বদললাল ব্যাঙ্কিং পরিষেবা, বললেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Mar 28, 2025 | 7:40 PM

নয়া দিল্লি: কীভাবে বদলাচ্ছে ভারত, বদলাচ্ছে ব্যাঙ্কিং পরিষেবা, তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন টিভি৯ নেটওয়ার্কের আয়োজিত ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ কনক্লেভে প্রধানমন্ত্রী দেশের ব্যাঙ্কিং ব্যবস্থার সংস্কার নিয়ে কথা বলেন। জানান,  আজ দেশে প্রতি ৫ কিলোমিটার দূরত্বে কোনও না কোনও ব্যাঙ্কের কোনও না কোনও শাখা রয়েছে। শুধু তাই নয়, আজ জন ধন যোজনার মাধ্যমে ৩০ কোটিরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে।

এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “যখন কোনও দেশ নিজেদের নাগরিকদের সুবিধা ও সময়কে গুরুত্ব দেয়, তখন দেশের সময়ও বদলায়। আগে পাসপোর্ট বানানো কত জটিল ছিল, ছোট শহরের লোকজনদের বড় শহরে আসতে হত। এখন পরিস্থিতি বদলেছে। আগে দেশে ৭৭টি পাসপোর্ট সেবা কেন্দ্র ছিল, আজ সেই সংখ্যা ৫৫০টিরও বেশি। পাসপোর্ট তৈরির ওয়েটিং টাইম ৫০ দিন থেকে কমিয়ে ৫ দিন করে দেওয়া হয়েছে।”

ব্যাঙ্কিং পরিষেবার সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দেশে ৫০-৬০ বছর আগে ব্যাঙ্কের ন্যাশনালাইজ করা হয়েছিল। কিন্তু আমরা সত্যিটা জানি। লক্ষাধিক গ্রামে ব্যাঙ্কের সুবিধাই ছিল না। আজ অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা প্রতিটি বাড়িতে পৌছে দেওয়া হয়েছে। প্রতি ৫ কিমিতে ব্যাঙ্কিং টাচপয়েন্ট রয়েছে। শুধু পরিকাঠামোর উন্নয়নই নয়, সিস্টেমও মজবুত করা হয়েছে। ব্যাঙ্কিং প্রফিট ১ লাখ ৪০ হাজার কোটি পার করেছে। যারা জনতাকে লুটেছে, তাদেরও চুরি করা অর্থ ফেরাতে হচ্ছে। ইডি ২২ হাজার কোটিরও বেশি অর্থ উসুল করেছে। নাগরিকদের কাছে সেই টাকা ফেরানো হচ্ছে।”